খুলনা, বাংলাদেশ | ১৩ বৈশাখ, ১৪৩১ | ২৬ এপ্রিল, ২০২৪

Breaking News

  জামালপুরে ধান মাড়াই করতে গিয়ে তাঁতী লীগ নেতার মৃত্যু
  দিনাজপুরের ঘোড়াঘাটে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২
  মানিকগঞ্জের গোলড়া বাসস্ট্যান্ড এলাকায় গাড়িচাপায় দুই সবজি বিক্রেতা নিহত
  গাজীপুরের শ্রীপুরের একটি বহুতল ভবনের ফ্ল্যাট থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার

সাতক্ষীরা জেলা পরিষদের ৯নং ওয়ার্ডের উপ-নির্বাচনে প্রার্থীদের প্রতীক বরাদ্দ

সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার পাঁচটি ইউনিয়ন নিয়ে গঠিত সাতক্ষীরা জেলা পরিষদের ৯ নং ওয়ার্ডের উপ-নির্বাচনে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। রবিবার সকালে শ্যামনগর উপজেলা নির্বাচন কমিশন অফিসে প্রার্থীদের মধ্যে প্রতীক দেওয়া হয়।

গত ১৪ মে শ্যামনগর উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি ও সাতক্ষীরা জেলা পরিষদের ৯ নং ওয়ার্ডের সাবেক সদস্য এস এম গোলাম মোস্তফা মুকুলের আকস্মিক মৃত্যুতে পদটি শুন্য হয়। পরে বাংলাদেশ নির্বাচন কমিশন আগামী ২০ শে অক্টোবর উক্ত ওয়ার্ডের উপ-নির্বাচনের দিন ধার্য্য করে তফসীল ঘোষণা করেন।

উপ-নির্বাচনে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দকালে শ্যামনগর উপজেলার কৈখালী ইউনিয়ন থেকে ৩ বার নির্বাচিত সাবেক চেয়ারম্যান মল্লিক ফজলুল হক পেয়েছেন ‘হাতি’, শ্যামনগর সদর ইউনিয়নের মাহবুব এলাহী ‘বৈদ্যুতিক ফ্যান’, শামনগর উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি মৃত এস এম গোলাম মোস্তফা মুকুলের ছেলে আজিজুর রহমান সোহাগ ‘তালা’ ও শ্যামনগর উপজেলা সিপিপি সভাপতি রমজাননগর ইউনিয়নের মাকসুদুর রহমান মুকুল পেয়েছেন ‘টিউবওয়েল’ প্রতীক।

সাতক্ষীরা জেলা রিটার্নিং অফিসার নাজমুল কবীর ও শ্যামনগর সহকারি রিটার্নিং অফিসার মোঃ রবিউল ইসলামের উপস্থিতিতে প্রার্থীদের মধ্যে এই প্রতীক বরাদ্দ দেওয়া হয়। জেলা রিটার্নিং অফিসার নাজমুল কবীর বলেন, আগামী ২০ শে অক্টোবর (মঙ্গলবার) সকাল ৯ হতে ৩ টা পর্যন্ত নির্বাচনের ভোট গ্রহণ করা হবে।

খুলনা গেজেট/এমবিএইচ




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!