সাতক্ষীরার কলারোয়ার পাঁচরকি ও সদর উপজেলার বিহারীনগরে পৃথক বজ্রপাতে ২ ব্যক্তি নিহত হয়েছে । অপরদিকে যশোরের শার্শায় মাঠে ধান তুলতে গিয়ে বজ্রপাতে কৃষকের মৃত্যু হয়। বৃহস্পতিবার (২৭ এপ্রিল) বিকেলে কালবৈশাখী ঝড় ও বৃষ্টি চলাকালে বজ্রপাতের ঘটনায় ৩ জনের মৃত্যু হয়।
মৃতরা হলেন, সাতক্ষীরার কলারোয়া উপজেলার পাঁচরকি গ্রামের কামরুল ইসলাম ও সদর উপজেলার বিহারীনগর গ্রামের আব্দুল্লাহ মোল্যা ও যশোরের শার্শ উপজেলার আজিজুল ইসলাম।
এছাড়া চাঁপাইনবাবগঞ্জ দুজন ঝিনাইদহ, রাজবাড়ী ও মেহেরপুরে একজন করে মারা গেছেন। সবমিলিয়ে ছয় জেলায় মারা গেছেন আটজন।
কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, কামরুল ইসলাম পাঁচরকি গ্রামে বাড়ির পাশের বিল থেকে বোরো ধান উঠাচ্ছিলেন। এসময় বজ্রবৃষ্টি শুরু হয়। ধান উঠানোকালে হঠাৎ বজ্রাঘাতে কামরুল ইসলাম ঘটনাস্থলে মারা যান।
সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু জিহাদ ফকরুল আলম খান জানান, সদর উপজেলা আগরদাড়ি এলাকার বিহারীনগর গ্রামের আব্দুল্লাহ মোল্যা মাঠ থেকে বাড়ি ফিরছিলেন। বাড়ির উঠানে আসা মাত্রই নারকেলগাছে বজ্রপাত হলে নিচে থাকা আব্দুল্লাহ গুরুতর আহত হন। কিছুক্ষণের মধ্যে তিনি মারা যান।
এদিকে শার্শা উপজেলার পাঁচ কায়বা গ্রামের ইউপি সদস্য রফিকুল ইসলাম জানান,আজিজুল ও তার ভাইসহ তিন চারজন মাঠে ধান তুলতে যায়।এ সময় প্রচন্ড বৃষ্টি ও বজ্রপাত শুরু হয়। বজ্রপাতে আজিজুল জ্ঞান হারিয়ে ফেললে উদ্ধার করে স্থানীয় ক্লিনিকে নিলে সেখানকার চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃত আজিজুল ওই এলাকার কামাল সরদার কিনুর ছেলে।
ঝিনাইদহ সদরের বুরাপাড়া মাঠে ধানক্ষেতে কাজ করার সময় বজ্রপাতে সুজন মীর (৩১) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। তিনি কুবিরখালী গ্রামের রমিজ উদ্দিনের ছেলে।
স্থানীয়রা জানান, বৃহস্পতিবার বিকেলে সদর উপজেলার মধুহাটি ইউনিয়নের বুরাপাড়া মাঠে নিজ জমিতে কেটে রাখা ধান ঢেকে রাখছিলেন সুজন মীর। সে সময় বজ্রপাত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের দেবীপুরে বজ্রপাতে সাইদুল মৃধা নামে এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি একই ইউনিয়নের খালেক মৃধা পাড়ার জামাল মৃধার ছেলে। বৃহস্পতিবার বিকেলে নিজেদের জমির ফসল তুলতে গিয়ে এ ঘটনা ঘটে।
অপরদিকে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শ্যামপুরে পৃথক স্থানে বজ্রপাতে দুজনের মৃত্যু হয়েছে। একই ঘটনায় দুজন আহত হয়েছেন। দুপুরে আমবাগানে আমে ব্যাগিং করার সময় এ হতাহতের ঘটনা ঘটে। নিহতরা হলো শ্যামপুর গোপালনগর গ্রামের আব্দুল কাদেরের ছেলে শাহিন আলী (১৩) এবং শরৎনগর গ্রামের হারুন আলীর ছেলে অসিম (১২)।
খুলনা গেজেট/ এসজেড