সাতক্ষীরায় র্যাবের ভ্রাম্যমান আদালত পরিচালনাকালে ৫ জনকে ৩ লাখ ১০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়েছে। সোমবার (৮ ফেব্রুয়ারি ) জেলার সদর থানা ও কলারোয়া থানাধীন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
র্যাব-৬ (সাতক্ষীরা ক্যাম্প) এর একটি আভিযানিক দল এবং আইন কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট, ইন্সপেক্টর সাতক্ষীরা বিএসটিআই এবং সেনেটারি ইন্সপেক্টর সাতক্ষীরা এর যৌথ নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
এসময় অস্বাস্থ্যকর পরিবেশে ঝুরিভাজা ও মুড়ি উৎপাদন করার অপরাধে গোপিনাথপুরের বিজন বিশ্বাসকে ১ লাখ টাকা জরিমানা অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। মেয়াদবিহীন জারে পানি বাজারজাত করার অপরাধে তৌফিকুজ্জামান লিটুকে ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে বিশ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।
অস্বাস্থ্যকর পরিবেশে পাউরুটি, কেক, বিস্কুট উৎপাদন ও বাজারজাত করার অপরাধে দক্ষিন কাটিয়া মাস্টারপাড়ার শারমীন আক্তারকে ৭৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। একই অপরাধে লস্কার পাড়ার মোঃ আমিনুল ইসলামকে ৩০ হাজার টাকা এবং লাবসার মোঃ আলতাফুর রহমানকে ১ লাখ টাকা জরিমানা অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে। রাতে র্যাব-৬ এর এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
খুলনা গেজেট/এমএইচবি