সাতক্ষীরায় র্যাবের অভিযানে ২৫৪ পিস ইয়াবাসহ দুই যুবককে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় সাতক্ষীরার কলারোয়া উপজেলাধীন লোহাগড়া-লাঙ্গলঝাড়া সড়কের মাঝামাঝি এলাকায় জনৈক শাহাদাত মাষ্টারের পুকুর পাড় থেকে ইয়াবাসহ তাদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন কলারোয়া উপজেলার লাঙ্গলঝাড়া ইউনিয়নের লোহাগড়া গ্রামের মৃত শাহাদাত হোসেনের ছেলে মোঃ জুবায়ের হোসেন (২৬) ও একই গ্রামের আব্দুল মাজেদের ছেলে মোঃ আবির হোসেন রিপন (২৫)।
র্যাব সূত্র জানায়, সিনিঃ এএসপি মোঃ বজলুর রশীদ এর নেতৃত্বে র্যাব-৬, সাতক্ষীরা (সিপিসি-১) এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কলারোয়া উপজেলাধীন লোহাগড়া- লাঙ্গলঝাড়া সড়কের মাঝামাঝি এলাকায় জনৈক শাহদাত মাষ্টারের পুকুর পাড় থেকে জুবায়ের ও রিপনকে গ্রেপ্তার করে। এ সময় তাদের দেহ তল্লাশী করে ২৫৪ পিচ ইয়াবা উদ্ধার করা হয়। আসামীদেরকে কলারোয়া থানায় পুলিশে সোপার্দ করা হয়েছে।
র্যাব-৬, সাতক্ষীরা (সিপিসি-১) এর সিনিঃ এএসপি মোঃ বজলুর রশীদ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘এ ঘটনায় র্যাবের পক্ষ থেকে কলারোয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে উল্লেখিতদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে।’
উল্লেখ্য, গ্রেপ্তার হওয়া দু’জন হলেন সাতক্ষীরা সিটি কলেজ শাখা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জুবায়ের হোসেন ও ইউনিয়ন ছাত্রদল নেতা আবির হোসেন রিপন।
খুলনা গেজেট/এনএম