খুলনা, বাংলাদেশ | ১৪ বৈশাখ, ১৪৩১ | ২৭ এপ্রিল, ২০২৪

Breaking News

  গাজা নীতির বিরোধিতা করে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের পদত্যাগ

সাতক্ষীরায় মাস ব্যাপী শিল্প ও বাণিজ্য মেলার উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক,সাতক্ষীরা

ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সাতক্ষীরায় মাস ব্যাপী শিল্প ও বাণিজ্য মেলার উদ্বোধন করা হয়েছে। সাতক্ষীরা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের আয়োজনে বৃহস্পতিবার (৮ জুন ) রাত ৮টায় সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এই মেলার উদ্বোধন করা হয়।

সাতক্ষীরা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি নাছিম ফারুক খান মিঠু’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে ফিতা কেটে ও বেলুন-ফেস্টুন উড়িয়ে মাস ব্যাপি এ মেলার উদ্বোধন করেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাতক্ষীরা জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শেখ মঈনুল ইসলাম মঈন, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলাম, সাতক্ষীরা পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র কাজী ফিরোজ হাসান। এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সাতক্ষীরা সদর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শেখ আব্দুর রশিদ, পৌর আ’ লীগের সাধারণ সম্পাদক মোঃ সাহাদাৎ হোসেন প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন, বিদ্যুৎ নিয়ে একটি গোষ্ঠী অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির পায়তারা চালাচ্ছে। বিদ্যুৎ কয়েকদিনের মধ্যে একটু উন্নতি হবে। ইন্দোনেশিয়া থেকে খুব শীঘ্রই কয়লা আসবে। কয়লা আসলেই বিদ্যুৎ আবার স্বাভাবিক হবে। বিদেশীরা আমাদের দেশের বিষয়ে সমাধান দিতে পারে না। আমরা আমাদের দেশের বিষয়ে সমাধান করবো। জাতির জনক বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা আমাদের দেশের একজন সাহসী ও বিচক্ষণ প্রধানমন্ত্রী। জননেত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে বাংলাদেশ দূর্বার গতিতে এগিয়ে চলেছে।

এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের উর্দ্ধতন সহ-সভাপতি এনছান বাহার বুলবুল, পরিচালক মনিরুল ইসলাম মিনি, শেখ আবুল বাসার, সৈয়দ শাহিনুর আলী, কামরুজ্জামান মুকুল, গোলাম আজম, দ্বীনবন্ধু মিত্র, পৌরসভার ১নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ কায়ছারুজ্জামান হিমেল, পৌরসভার ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুস সালাম, সাধারণ সম্পাদক আসিফ ইকবাল তুহিন, দপ্তর সম্পাদক মীর আরিফুজ্জামান প্রমুুখ।

মেলায় ইভেন্ট ম্যানেজমেন্টে দায়িত্ব পালন করছেন বেনারসি ইভেন্ট ম্যানেজমেন্ট।

উল্লেখ্য, এবারের বাণিজ্য মেলায় ৭২টি স্টল স্থান পেয়েছে । সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন জেলা শিল্পকলা একাডেমির সদস্য সচিব মোসফিকুর রহমান মিল্টন।

খুলনা গেজেট/এসজেড




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!