খুলনা, বাংলাদেশ | ৯ অগ্রহায়ণ, ১৪৩১ | ২৪ নভেম্বর, ২০২৪

Breaking News

  গুমের দায়ে আইনশৃঙ্খলা বাহিনীর ২২ সদস্য চাকরিচ্যুত, গুম কমিশনের সুপারিশে এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে
  আইপিএল ইতিহাসে সবচেয়ে দামি ক্রিকেটার ঋষভ পন্ত

সাতক্ষীরায় চেতনা নাশক স্প্রে করে চুরি

সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরায় চেতনা নাশক স্প্রে করে বাড়ির লোকজনদের অচেতন করে মোবাইল, নগদ টাকা ও স্বর্ণালঙ্কারসহ কয়েক লক্ষ টাকার মালামাল নিয়ে গেছে দুর্বৃত্তরা। রোববার ( ২১ ফেব্রুয়ারি) রাতে শহরের সুলতানপুর আজাদী সংঘ সংলগ্ন এলাকায় এক বড়িতে এঘটনা ঘটে। চুরি আতঙ্কে ভুগছেন সাতক্ষীরা শহরের সুলতানপুর এলাকার মানুষ।

স্থানীয়রা জানান, রোববার গভীর রাতে দুর্বৃত্তরা সাতক্ষীরা শহরের সুলতানপুর মনিরুজ্জামান কুরবান এর বাড়ির ছাদে উঠে সিড়ির ঘর দিয়ে ঢুকে ঘরের মধ্যে চেতনা নাশক স্প্রে করে। একপর্যায় ঘরে থাকা সবাইকে অচেতন হয়ে পড়লে জানলার গ্রীল কেটে ঘর ঢুকে আলমীরা ভেঙ্গে নগদ টাকা, সোনার গহনা, কাপড়, মোবাইল ফোনসহ কয়েক লক্ষা টাকার মালামাল লুট করে নিয়ে যায়। সোমবার সকালে খবর পেয়ে এলাকাবাসী অচেতন অবস্থায় থাকায় ওই পরিবারের ৪ সদস্যকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করে।

পৌর সভার ৪নং ওয়ার্ড কাউন্সিলর সুলতানপুর এলাকার আলহাজ্ব কাজী ফিরোজ হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুরাতন সাতক্ষীরা পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ জাহাঙ্গীর আলম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

এদিকে একই রাত্রে ওই এলাকার হাজরা সাধুর বাড়িতে চলমান বিল্ডিং নির্মাণ কাজের জন্য থাকা বিভিন্ন মালা মাল চুরি হয়েছে। এর আগে গত ১৮ ফেব্রুয়ারি দিবাগত রাতে সুলতানপুর মিশন সরকারি প্রাইমারি স্কুলের পিছনে অবসরপ্রাপ্ত শিক্ষক শামসুর রহমানের বাড়িতে চুরির ঘটনা ঘটে। বাড়ির গ্রীল কেটে ভিতরে ঢুকে চোরেরা নগদ টাকা, স্বর্ণালংকারসহ বিভিন্ন মালামাল নিয়ে যায়। গত কয়েকদিন আগে একই এলাকার ডাক্তার আব্দুর রাজ্জাকের বাড়িতেও চুরির ঘটনা ঘটে।

এলাকাবাসী জানান, প্রায় প্রতি রাতেই শহরের সুলতানপুর এলাকায় কোন কোন বাড়িতে চুরির ঘটনা ঘটছে। মাত্র কয়েকদিনের ব্যবধানে শহরের সুলতানপুর এলাকায় চুরির হিড়িক পড়ায় এলাকাবাসীর মধ্যে চুরি আতঙ্ক বিরাজ করছে। এঘটনায় এলাকাবাসী প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

খুলনা গেজেট/ টি আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!