খুলনা, বাংলাদেশ | ১৫ বৈশাখ, ১৪৩১ | ২৮ এপ্রিল, ২০২৪

Breaking News

  দেশে আবারও ৭২ ঘন্টার হিট অ্যালার্ট জারি : আবহাওয়া অধিদপ্তর
  দুই আইনজীবির আদালত অবমাননার শুনানি পিছিয়ে ৩০ জুন : আপিল বিভাগ
  নির্বাচনে বিদেশি শক্তির প্রভাব অনুভব করেনি আওয়ামী লীগ : কাদের

সাতক্ষীরার মাদকের বিরুদ্ধে সাইকেল র‌্যালির প্রস্তুতি সভা

সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরায় ‘মাদক কে না বলি, জীবনকে সুন্দর করি’ এই শ্লোগানকে সামনে রেখে এবং মাদকের বিরুদ্ধে দেবহাটা উপজেলার সকল জনগনকে সচেতন করার লক্ষ্যে শুক্রবার বিকাল সাড়ে ৪ টায় পারুলিয়াস্থ ফেয়ার মিশন কার্য্যালয়ে সাইকেল র‌্যালির এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

ফেয়ার মিশনের উপদেষ্টা, বঙ্গবন্ধু পেশাজীবি পরিষদের দেবহাটা থানা শাখার সভাপতি মহিউদ্দীন আহম্মেদ লাল্টুর সভাপতিত্বে প্রস্তুতি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিক নির্দেশনামূলক বক্তৃতা করেন ফেয়ার মিশনের পরিচালক আব্দুল কাদের মহিউদ্দীন।

ফেয়ার মিশনের যুগ্ম সম্পাদক উত্তম কুমারের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তৃতা করেন উপদেষ্টা রুহুল আমিন, মোস্তফা কামাল, জসিমউদ্দীন মিঠুন, নিজামউদ্দীন. মনিরুল ইসলাম, জাকির হোসেন, আসিফ ইকবাল, আব্দুর হামিদ, ফেয়ার মিশন সভাপতি আব্দুল্লাহ আল মামুন, সাধারণ সম্পাদক আরিফ বিল্লাহ রানা ও কুলিয়া ইউনিয়ন সভাপতি রবিউল ইসলাম, সাধারণ সম্পাদক শাহিন হোসেন, পারুলিয়া ইউনিয়ন সভাপতি আল আমিন, সাধারণ সম্পাদক সোহাগ হোসেন, সখিপুর সভাপতি ইমরান হোসেন সুমন হোসেন, সেক্রেটারী আসাদুল ইসলাম, গাজীরহাট শাখা সভাপতি আকাশ, সাধারণ সম্পাদক সবুজ, দেবহাটা ইউনিয়ন সভাপতি আসাদুল ইসলাম, সাধারণ সম্পাদক হাফিজুল ইসলাম, বদরতলা সভাপতি ইকবাল হোসেন, সাধারণ সম্পাদক আলমঙ্গীর হোসেন প্রমূখ। সভায় ফেয়ার মিশনের সকল কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।

সভার সিদ্ধান্ত অনুযায়ী আগামী ২ নভেম্বর সোমবার সকাল ৯ টায় কুলিয়ার বহেরা বাজার থেকে মাদক বিরোধী সাইকেল র‌্যালি শুরু হয়ে পারুলিয়া, সখিপুর, গাজীরহাট, দেবহাটা, টাউনশ্রীপুর হয়ে পারুলিয়া বাসস্ট্যান্ডে শেষ হবে। চলতি পথে ৭টি পথসভা অনুষ্ঠিত হবে এবং পথসভায় স্থানীয় নেতৃবৃন্দ বক্তৃতা করেন। র‌্যালিতে ফেয়ার মিশনের ৩ শত সাইক্লিষ্ট অংশ গ্রহণ করবেন। উদ্বোধনী অনুষ্ঠানে জেলার প্রশাসনিক কর্মকর্তারা বক্তৃতা করেন বলে সিদ্ধান্ত গৃহীত হয়।

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!