খুলনা, বাংলাদেশ | ২১ বৈশাখ, ১৪৩১ | ৪ মে, ২০২৪

Breaking News

  গাজীপুরে দুই ট্রেনের সংঘর্ষ, স্টেশন মস্টারসহ সাময়িক বরখাস্ত ৩
  এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ ১২ মে : শিক্ষা মন্ত্রণালয়

সাগরে ট্রলারে ডাকাতের গুলিতে জেলে নিহত

গে‌জেট ডেস্ক

সুন্দরবনসংলগ্ন বঙ্গোপসাগরে ট্রলারে ডাকাতের গুলিতে মো. মুসা মিয়া (৩০) নামে এক জেলে নিহত হয়েছেন। এ সময় ওই ট্রলারে থাকা বেশ কয়েকজন জেলে আহত হয়েছেন বলে জানা গেছে।

মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে পাথরঘাটা থেকে ১২০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে মান্দারবাড়িয়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মো. মুসা পাথরঘাটা উপজেলার চরলাঠিমারা গ্রামের মো. হারুন মিয়ার ছেলে।

বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী রাতে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, পাথরঘাটা উপজেলার সদর পাথরঘাটা ইউনিয়নের চরলাঠিমারা গ্রামের মো. বাবুল ফকিরের মালিকানা এফবি বাবুল ট্রলারের ১২ জেলে সুন্দরবনসংলগ্ন বঙ্গোপসাগরের মান্দারবাড়িয়া এলাকায় জাল ফেলে অপেক্ষা করছিলেন।

রাত সাড়ে ৯টার দিকে হঠাৎ জেলে বহরে ২৫ থেকে ৩০ জনের একটি সশস্ত্র ডাকাত দল হামলা চালায়। এ সময় ওই ট্রলারে থাকা মাছ রসদসহ সবকিছু ডাকাতি করে নিয়ে যায়। পরে ১২ জেলেকে সারিবদ্ধভাবে দাঁড় করিয়ে গুলি ছোড়ে। এ সময় মুসা মিয়া নামে এক জেলের মাথায় গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান। পরে ডাকাতরা দ্রুত ট্রলার চালিয়ে ঘটনাস্থল ত্যাগ করে।

ওই ট্রলারের মাঝি ও মালিক বাবুল ফকিরের বরাত দিয়ে মোস্তফা চৌধুরী আরও বলেন, ওই ডাকাতরা সাতক্ষীরার অঞ্চলের হতে পারে।

কোস্টগার্ডের পশ্চিম জোনের অপারেশন অফিসার লেফটেন্যান্ট লুৎফুর রহমান বলেন, আমরা খবর শুনেছি। ঘটনাস্থলে আমাদের ফোর্স পাঠানো হয়েছে।

খুলনা গেজেট/ টি আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!