খুলনা, বাংলাদেশ | ১৪ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ | ২৮শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ

Breaking News

  বাংলাদেশ সেনাবাহিনীর অভিযান : শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন ও মোল্লা মাসুদসহ গ্রেপ্তার ৪
  এটিএম আজহারের খালাসের রায়ে সই করেছেন ৭ বিচারপতি; মুক্তিতে বাধা নেই
  সীমান্তে নিরাপত্তার কোনো অভাব নেই : স্বরাষ্ট্র উপদেষ্টা
  সজীব ওয়াজেদ জয়কে অপহরণ করে হত্যাচেষ্টা মামলায় সাংবাদিক শফিক রেহমানকে খালাস

সাকিব-সোহানের ব্যাটে লিড নিয়েছে বাংলাদেশ দল

ক্রীড়া প্রতিবেদক

অ্যান্টিগা টেস্টের তৃতীয় দিনের প্রথম সেশনের খেলা শেষে চোখ রাঙাচ্ছিল ইনিংস পরাজয়ের। এরপর নুরুল হাসান সোহানকে নিয়ে দলের হাল ধরেন অধিনায়ক সাকিব আল হাসান। এই দুইজনের সপ্তম উইকেটের ফিফটিঊর্ধ্ব পার্টনারশিপের ইনিংস হারের শঙ্কা দূর করে লিড নিয়েছে টাইগাররা।

এই প্রতিবেদন লেখার সময় দ্বিতীয় সেশনের প্রথম ঘণ্টায় দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ দলের সংগ্রহ ৬ উইকেট হারিয়ে ১৬৫ রান। যেখানে সাকিব ৩৬ ও সোহান ২১ রানে ব্যাট করছেন।

টেস্টের প্রথম ইনিংসে ১০৩ রানে গুটিয়ে যায় বাংলাদেশ। পরে উইন্ডিজকে অলআউট করে ২৬৫ রানে। এতে মাথায় ওপর ১৬২ রানের লিড দাঁড়ায়। সফরকারীদের দ্বিতীয় ইনিংসের শুরুটা ছিল প্রথম ইনিংসেরই পুনরাবৃত্তি। তবে মাহমুদুল হাসান জয়ের সঙ্গে সাকিব, সোহানদের ব্যাটে ইনিংস হার এড়িয়েছে দল।

স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে ২ উইকেট হারিয়ে স্কোর বোর্ডে ৫০ রান নিয়ে শনিবার তৃতীয় দিনের খেলা শুরু করে বাংলাদেশ। ক্যারিবীয়দের থেকে ১১২ রানে পিছিয়ে জয় ১৮ আর নাজমুল হোসেন শান্ত ৮ রানে ব্যাটিংয়ে নামেন। তবে সেশনটা একেবারেই ভালো হয়নি সফরকারীদের। জয় ৪২ রানে আউট হলে সকালের সেশনে ৪ উইকেট হারিয়ে স্কোর বোর্ডে উঠে ৬৫ রান।

দিনের দ্বিতীয় সেশনে নুরুল হাসান সোহানকে নিয়ে প্রতিরোধ গড়ে তোলেন অধিনায়ক সাকিব। প্রতিপক্ষের ওপর চাপ ঠেলে দিতে আগের ইনিংসের মতো এবারো আগ্রাসী ভূমিকায় এই বাঁহাতি। সোহান অবশ্য অপর প্রান্ত ধরে খেলছেন। এতে উইন্ডিজের ১৬২ রান টপকে লিড নিয়েছে বাংলাদেশ দল।




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!