খুলনা, বাংলাদেশ | ১৩ বৈশাখ, ১৪৩১ | ২৬ এপ্রিল, ২০২৪

Breaking News

  চাওয়াই নদীতে গোসলে নেমে প্রাণ গেল দুই শিশুর
  গরুবাহী নছিমনের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত
  জামালপুরে ধান মাড়াই করতে গিয়ে তাঁতী লীগ নেতার মৃত্যু
  দিনাজপুরের ঘোড়াঘাটে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

সাংবাদিক আনিসুর রহিম স্মরণ সভা ১৮ ফেব্রুয়ারি

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা

আগামী ১৮ ফেব্রুয়ারি সাতক্ষীরা শিল্পকলা একাডেমিতে সাংবাদিক ও নাগরিক নেতা অধ্যাপক মোঃ আনিসুর রহিমের নাগরিক শোকসভা অনুষ্ঠিত হবে। শনিবার (১৪ জানুয়ারি) বেলা ১১টায় সাতক্ষীরা কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরী মিলনায়তনে অনুষ্ঠিত এক প্রস্তুতি সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
সভায় সভাপতিত্ব করেন মোঃ আনিসুর রহিমের বাল্যবন্ধু, বিশিষ্ঠ সমাজসেবক ও রাজনীতিবীদ শেখ আজাহার হোসেন।

সভায় সর্বসম্মতিক্রমে শেখ আজাহার হোসেনকে আহবায়ক এবং এড. আবুল কালাম আজাদকে সদস্য সচিব করে ৪৩ সদস্য বিশিষ্ঠ নাগরিক শোকসভা আয়োজক কমিটি গঠন করা হয়।

সভায় বক্তব্য রাখেন, বীরমুক্তিযোদ্ধা ও দৈনিক কালের চিত্র সম্পাদক অধ্যক্ষ আবু আহমেদ, দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জিএম নুর ইসলাম, বীরমুক্তিযোদ্ধা এড. মোস্তফা নুরুল আলম, জেলা পুলিশিং কমিটির সভাপতি ডাঃ আবুল কালাম বাবলা, বিশিষ্ঠ লেখক শেখ শহীদুল ইসলাম, এড. আবুল কালাম আজাদ, এড. আজাহারুল ইসলাম, সাতক্ষীরা প্রেসক্লাবের সর্বশেষ নির্বাচিত সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী সুজন, সাংবাদিক রাম কৃষ্ণ চক্রবর্তী, জেলা নাগরিক কমিটির যুগ্ম আহবায়ক এড. শেখ আজাদ হোসেন বেলাল, সাতক্ষীরা কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরীর সাধারণ সম্পাদক মোঃ কামরুজ্জামান রাসেল, মানবাধিকার কর্মী মাধব চন্দ্র দত্ত, ডাঃ সুব্রত ঘোষ, আলী নুর খান বাবলু, নারী নেত্রী জোৎন্সা দত্ত, রেবেকা সুলতানা, সাংবাদিক শামীম পারভেজ, বিশিষ্ঠ কণ্ঠশিল্পী আবু আফনান রোজ বাবু, সাংবাদিক শরীফুল্লাহ কায়সার সুমন, সাংবাদিক আব্দুল বারী, অধ্যাপক পবীত্র মোহন দাস, নিত্যানন্দ সরকার, এনজিওকর্মী শেখ মনিরুজ্জামান, ভূমিহীন নেতা ওহাব আলী সরদার, সাংবাদিক আব্দুস সামাদ, শ্রমিক নেতা রবিউল ইসলাম, কমরেড আবুল হোসেন, উন্নয়নকর্মী এড. মুনির উদ্দীন, এড. খায়রুল বদিউজ্জামান, নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির সাধারণ সম্পাদক মশিউর রহমান, প্রকাশ মন্ডল, সাংবাদিক গোলাম সরোয়ার, কবি সায়েম ফেরদৌস মিতুল, আদিত্য মল্লিক, বিশিষ্ঠ সাহিত্যিক ও কবি পল্টু বাসার, প্রভাষক ইদ্রিশ আলী, অধ্যক্ষ মোবাচ্ছেরুল হক জ্যোতি, শ্রমিক নেতা আব্দুস সাত্তার, সাংবাদিক তপু হাসেমী, সাংবাদিক আবুল কাশেম প্রমুখ।

সভায় উল্লেখিত ব্যক্তিবর্গ ছাড়াও বিভিন্ন রাজনৈতিক দল সামাজিক সাংস্কৃতিক পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় সর্বসম্মতিক্রমে মোঃ আনিসুর রহিম স্মারক গ্রন্থ প্রকাশসহ বিভিন্ন সিদ্ধান্ত ও সিদ্ধান্ত বাস্তবায়নে উপ-কমিটির গঠনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

উল্লেখ্য, গত ৩ জানুয়ারি বেলা ১টার দিকে পরিবারের সদস্যদের সাথে সুন্দরবন ভ্রমনরত অবস্থায় মোঃ আনিসুর রহিম মৃত্যুবরণ করেন। তিনি ছিলেন সাতক্ষীরা জেলা নাগরিক কমিটির আহবায়ক, সাতক্ষীরা জেলা ভূমি কমিটির সভাপতি, সাতক্ষীরা প্রি-ক্যাডেট স্কুলের পরিচালক, দৈনিক পত্রদূত এর সম্পাদকমন্ডলীর সভাপতি, রাজশাহী বিশ^বিদ্যালয় এলামাই এসোসিয়েশন ও সম্মিলিত সামাজিক আন্দোলনের উপদেষ্টা। এছাড়াও উদীচী, মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন, সাম্প্রদায়িক সম্প্রীতি কমিটি, উপকূলীয় অধিপরামর্শ ফোরাম, স্বদেশ, উত্তরণ, সুশীলনসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক স্বেচ্ছাসেবী সংগঠনের সাথে যুক্ত ছিলেন।

তিনি সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক, সাতক্ষীরা কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরীর সাবেক সাধারণ সম্পাদক, আজাদী সংঘের সভাপতি, অধুনালুপ্ত দৈনিক সাতক্ষীরা চিত্রের সম্পাদক, দেবহাটা খান বাহাদুর আহসান উল্লাহ কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ, বাংলাদেশের কমিউনিস্ট পাটি সাতক্ষীরা জেলা কমিটির সাবেক সভাপতিসহ সাতক্ষীরা মহিলা কলেজ, পাটকেলঘাটা হারুণ অর রশিদ কলেজ, সাতক্ষীরা দিবা নৈশ কলেজে শিক্ষকতা করেছেন। তিনি মহান মুক্তিযুদ্ধে সক্রিয় অংশগ্রহণ করেন।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!