খুলনা, বাংলাদেশ | ২ আশ্বিন, ১৪৩১ | ১৭ সেপ্টেম্বর, ২০২৪

Breaking News

  ডেঙ্গুতে একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৬৭
  রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাসীদের গুলিতে নিহত ২
  ঝিনাইদহে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৩ জনের মৃত্যু

সহযোগী সংগঠনের সাথে মহানগর ও জেলা আ.লীগের পৃথক মতবিনিময়

গেজেট ডেস্ক

বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সাংগঠনিক সম্পাদক ও খুলনা-৩ আসনের সংসদ সদস্য এস এম কামাল হোসেন বলেছেন, কোটা আন্দোলনকারী ছাত্রদের ওপর ভর করে বিএনপি-জামায়াত দেশে অরাজকতা পরিস্থিতি তৈরির চেষ্টা করেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিচক্ষণতার সাথে পরিস্থিতি মোকাবিলা করেছেন। ভয়াবহ অবস্থা থেকে দেশকে রক্ষা করেছেন। তিনি ত্রাণকর্তা হিসেবে আবির্ভূত হলেন। বুদ্ধি ও বিচক্ষণতা দিয়ে সবকিছু মোকাবিলা করলেন। প্রধানমন্ত্রী ২০০৯ সাল থেকে এ পর্যন্ত সকল পরিস্থিতি ধৈর্য ও সাহসিকতার সাথে মোকাবিলা করেছেন। তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে গেছে। দরিদ্রতাকে জয় করেছি। সক্ষমতা ও মর্যাদার জায়গায় পৌঁছেছি। পদ্মা সেতু, বঙ্গবন্ধু টানেল আমাদেরকে মর্যাদার জায়গায় নিয়ে গেছে। সেটি অনেকের পছন্দ না। সেজন্য তারা তিন দিন দেশে তাণ্ডব চালিয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা কন্টেন্ট তৈরি করে বিতর্কিত করা হচ্ছে। কারণ, তাদের ধারণা, প্রধানমন্ত্রীকে নামিয়ে দিতে পারলে বাংলাদেশকে নামিয়ে দেওয়া যাবে। তিনি বলেন, তবে বঙ্গবন্ধুর আদর্শের সৈনিকরা যতদিন থাকবে বিএনপি-জামায়াতের এসব ষড়যন্ত্রের কখনও সফল হবে না। বাংলাদেশ আওয়ামী লীগ দেশের সাধারণ মানুষকে সাথে নিয়ে ঐক্যবদ্ধ থেকে স্বাধীনতা বিরোধীদের মোকাবেলা করবে। তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, সবাইকে সতর্ক থাকতে হবে। সবাইকে বিএনপি-জামায়াতের ষড়যন্ত্রের মোকাবেলা করতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশকে রক্ষা করতে আমাদের সবাইকে একসাথে দেশ বিরোধী সন্ত্রাসীদের প্রতিহত করতে হবে।

মঙ্গলবার (৩০ জুলাই) বিকাল ৫টায় দলীয় কার্যালয়ে মহানগর আওয়ামী লীগ আয়োজিত সহযোগী সংগঠনের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

সভায় সভাপতিত্ব করেন মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সিটি মেয়র বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ তালুকদার আব্দুল খালেক। মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানার পরিচালনায় এসময়ে বক্তৃতা করেন মহানগর যুবলীগের সভাপতি সফিকুর রহমান পলাশ, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এম এ নাসিম, মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক শেখ শাহজালাল হোসেন সুজন, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক এস এম আসাদুজ্জামান রাসেল ও বিএল কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নিশাত ফেরদৌস অনি। সভায় উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা অধ্যক্ষ শহিদুল হক মিন্টু, জামাল উদ্দিন বাচ্চু, মো. মুন্সি মাহবুব আলম সোহাগ, এ্যাড. মো. সাইফুল ইসলাম, এস এম আকিল উদ্দিন, ফায়েজুল ইসলাম টিটো, এ্যাড. সুলতানা রহমান শিল্পী, বীর মুক্তিযোদ্ধা মোতালেব মিয়া, এ্যাড. এ কে এম শাহাজাহান কচি, রনজিত কুমার ঘোষ, এ্যাড. শামীম আহমেদ পলাশ, বীর মুক্তিযোদ্ধা আব্দুল জব্বার, অধ্যা. এ বি এম আদেল মুকুল, নাছরিন আক্তার, শেখ নজিবুল ইসলাম নজিব, এ্যাড. রাবেয়া ওয়ালী করবী, মাসুমা আক্তার রানী, আইরিন আক্তার নীপা, কাজী আব্দুল ওহাব, পারভিন আক্তার, পারভিন ইলিয়াছ, কাউন্সিলর মাহমুদা বেগম, মিসেস মুক্তা, শারমিন রহমান শিখা, নুর জাহান রুমি, নুরিনা রহমান বিউটি, তসলিমা আক্তার, এ্যাড. সাহারা ইরানী পিয়া, ফারহানা পারভেজ নিপু, আব্দুর রহীম খান, কবির পাঠান, মো. তাজুল ইসলাম, মো. সাজ্জাদুর রহমান লিংকন, কাউন্সিলর মো. শরিফুল ইসলাম প্রিন্স, আফরোজা জেসমিন বিথী, রওশন আরা রিমা, নাজনীন নাহার বিউটি, চিশতী মুস্তারী বানু, মো. তাজমুল হক তাজু, জনি বসু, মো. আজিম উদ্দিন, আব্দুল্লাহ আল মামুন মিলন, মো. রাশেদুল ইসলাম, মো. আলাউদ্দিন, মো. মিজানুর রহমান, মো অলিউর রহমান রাজু, শ্যামল দত্ত, মো. ফাহিদ হোসেন ঐশ^র্য, মোস্তাফিজুর রহমান কামাল, মো. সেলিম চৌধুরী, মো. মহিউদ্দিন শেখ, মো. রফিক, মো. নজরুল ইসলাম নবী, শো. শরিফুল ইসলাম অভি, রুম্মান আহমেদ, আতিফুর রহমান সোহাগ, মো. সেলিম চৌধুরী, এম এ শেখ জিহাদ, মো. আলমগীর হোসেন প্রমূখ নেতৃবৃন্দ।

অপরদিকে মঙ্গলবার বিকাল ৫টায় দলীয় কার্যালয়ে জেলা আওয়ামী লীগ আয়োজিত সহযোগী সংগঠনের সাথে মতবিনিময় সভায় জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান শেখ হারুনুর রশীদ বলেছেন, আমরা শান্তিপূর্ণ ও সমৃদ্ধ বাংলাদেশ চাই। উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে হলে আমাদের দেশকে সাম্প্রদায়িক শক্তির হাত থেকে রক্ষা করতে হবে। যারা গণতান্ত্রিক চর্চা ও ধারাবাহিকতাকে নষ্ট করতে চায় তাদের বিপক্ষে আমাদের সকলকে ঐক্যবদ্ধ হতে হবে।

 জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড. সুজিত অধিকারীর পরিচালনায় এসময়ে বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন এ্যাড: কাজী বাদশা মিয়া, বীর মুক্তিযোদ্ধা এ্যাড. এম এম মুজিবর রহমান, এ্যাড. রবিন্দ্রনাথ মন্ডল, বিএমএ সালাম, মোস্তফা কামাল পাশা খোকন, এ্যাড. নিমাই চন্দ্র রায়, সংসদ সদস্য ননী গোপাল মন্ডল, সাবেক সংসদ সদস্য আক্তারুজ্জামান বাবু, সরফুদ্দিন বিশ্বাস বাচ্চু, কামরুজ্জামান জামাল, এ্যাড ফরিদ আহমেদ, সর্দার আবু সালেহ, এসএম খালেদীন রশিদী সুকর্ন, এ্যাড: নব কুমার চক্রবর্তী, জোবায়ের আহমেদ খান জবা, কাজী শামীম আহসান, মোজাফফর মোল্যা, রকিবুল ইসলাম লাবু, খায়রুল আলম, সাঈয়েদুজ্জামান সম্রাট, অসিত বরন বিশ্বাস, মনিরুল ইসলাম, জামিল খান, অধ্যক্ষ ফ ম সালাম, শিউলি সরোয়ার, বুলু রায় গাঙ্গুলি, মানিকউজ্জামান অশোক, চৌধুরী মোহাম্মদ রায়হান ফরিদ, হাজী সাইফুল ইসলাম, এম এম আজিজুর রহমান রাসেল, মো: ইমরান হোসেন প্রমুখ।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!