খুলনা, বাংলাদেশ | ৭ অগ্রহায়ণ, ১৪৩১ | ২২ নভেম্বর, ২০২৪

Breaking News

  ৪ দিনের সরকারি সফরে ঢাকায় পৌঁছেছেন বাইডেনের বিশেষ প্রতিনিধি দল
  পাকিস্তানে যাত্রীবাহী গাড়িতে সন্ত্রাসী হামলায় নিহত ৪৫

সরকারি বিএল কলেজের ইংরেজি বিভাগে আন্তর্জাতিক সেমিনার

স্টাফ রিপোর্টার

শতবর্ষী বিদ্যাপীঠ খুলনার ঐতিহ্যবাহী সরকারি ব্রজলাল কলেজের ইংরেজি বিভাগে আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ইংরেজি বিভাগের সেমিনার কক্ষে ৯ ও ১০ মার্চ দুদিন ব্যাপী First South Asian Exchanges International Seminer on Indian Arts and Literature আয়োজিত হয়।

আমেরিকার ক্যালিফোর্নিয়া ইন্সটিটিউট অব ইনটেগরাল স্টাডিজ, নেপালের ত্রিভুবন বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশের পক্ষে সরকারি ব্রজলাল কলেজ খুলনার উদ্যোগে ভার্চুয়াল ও অফলাইন যৌথ মাধ্যমে Journal of Indian Studies এর আয়োজনে এ সেমিনার অনুষ্ঠিত হয়্। সরকারি ব্রজলাল কলেজ, খুলনাসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ৬৩টি প্রবন্ধ সম্মেলনে উপস্থাপিত হয়। সেমিনার ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান ও সহযোগী অধ্যাপক রোকসানা খানম ভারতীয় নাট্যকার অরুন্ধতী রায়ের এর’The God of Small Things’ এর উপর ‘Love Defying boundaries and Its Catastrophe’ শিরোনামে প্রবন্ধ উপস্থাপন করেন। অধ্যক্ষ প্রফেসর শরীফ আতিকুজ্জামান কো-হোস্ট হিসেবে ভার্চুয়ালি অংশগ্রহণ করেন। উপাধ্যক্ষ প্রফেসর সমির কুমার দেব সফল অনুষ্ঠান আয়োজনে সহযোগিতায় ছিলেন।

উক্ত সেমিনারে সহযোগী অধ্যাপক দীপংকর কুমার ঘোষ, সহযোগী অধ্যাপক সীমা চৌধুরী, সহকারী অধ্যাপক মো. মামুন সরদার, সহকারী অধ্যাপক মাহবুবা নাসরিন, সহকারী অধ্যাপক মো. হারুন অর রশীদ, সহকারী অধ্যাপক মোসা. রাবেয়া খাতুন, প্রভাষক জয়দেব দত্ত, প্রভাষক মো. মতিউর রহমান, প্রভাষক আসমাউল হুসনাসহ ইংরেজি বিভাগের বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

পুরো অনুষ্ঠানটির কারিগরি সহায়তায় ছিলেন প্রাণীবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক নিতিশ চন্দ্র শীল।

খুলনা গেজেট/ এএজে

 




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!