সময়ের পরিক্রমায় আরেকটি বছর শেষ করলো জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ‘খুলনা গেজেট’। তৃতীয় বছর শেষে যাত্রা শুরু হলো চতুর্থ বর্ষে। করোনা মহামারিকালে নানা ঘাত-প্রতিঘাত মোকাবেলা করে হাজারো পত্রিকা, টেলিভিশন ও অনলাইন পোর্টালের মধ্যে খুলনা গেজেটের যাত্রা ছিল চ্যালেঞ্জিং। তিন বছর পরে সেই চ্যালেঞ্জে তারুণ্যনির্ভর পোর্টালটি কতটা সফল বা ব্যর্থ হয়েছে তার প্রধান বিচারক অগণিত পাঠক ও শুভানুধ্যায়ীরা।
খুলনা গেজেট শুরু থেকেই সত্য, ন্যায়, বস্তুনিষ্ঠ তথ্য পরিবেশনের ওপর দৃঢ় ভূমিকা রেখে চলেছে। বিশেষ করে করোনাকালীন সময়টা ছিল বেশী কঠিন। বৈশ্বিক মহামারীতে সারা বিশ্ব বিপর্যস্ত হয়ে পড়লেও ব্যতিক্রম ছিল বাংলাদেশ। দ্রুত কোভিড-১৯ টিকা প্রদান, অর্থনৈতিক মন্দা মোকাবেলা, মৃত্যুহার হ্রাসে সরকারি উদ্যোগগুলো ছিল প্রশংসিত। শুরু থেকেই আমরা সস্তা জনপ্রিয়তা, সাময়িক সময়ের হাতেতালি, সংবর্ধনা ও পদক লাভের প্রত্যাশাকে সঙ্গী করিনি। খুলনা গেজেট সাংবাদিকতাকে সমাজসেবা ও রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হিসেবে ভূমিকা পালনকে গুরুত্ব দিচ্ছে।
আমরা সব সময়ই ‘সাদাকে সাদা, কালোকে কালো’ বলার সৎ সাহস দেখিয়ে আসছি। আমরা ইউক্রেন-রাশিয়ার যুদ্ধ, ভূমিকম্প, ইয়াস, আম্ফান, করোনা, ডায়রিয়া, মাঙ্কিপক্স, সয়াবিন, ডলার, কাঁচা মরিচ-পেঁয়াজ সংকট, অপরাধ, রাজনীতি, অর্থনীতি, উন্নয়ন, আদালত, কৃষি ইত্যাদি বিষয়কে গুরুত্ব দিচ্ছি। বিগত সময়ে করোনা মহামারীতে অক্সিজেন সংকট, শিক্ষার্থীদের অনলাইন ক্লাস, টিকাদানে সরকারের সাফল্য, পদ্মা সেতুর উদ্বোধন নিয়ে আমাদের আয়োজন দেশী বিদেশী পাঠকদের আকৃষ্ট করেছে। ফলে শুধু খুলনা অঞ্চল নয়, দেশে-বিদেশের অগণিত পাঠকের ভালবাসা খুলনা গেজেটের বড় অর্জন।
আমরা সব সময়ই বলে আসছি সাংবাদিকতার মূল উদ্দেশ্য পাঠককে সত্য ও সঠিক তথ্য সরবরাহ করা। একটি সমাজে বসবাসরত জনগোষ্ঠির নিজস্ব স্বত্ত্বা জাগ্রত করা। একটি সাধারণ ভাষা ও জ্ঞানের কাঠামো সৃষ্টি করা, রাজনৈতিক ও অর্থনৈতিক সংকট নিরসনে ইতিবাচক ভূমিকা রাখা।
খুলনা গেজেট সেই কাজটি অব্যাহত রাখতে চায়। আমরা আন্তরিকভাবে বিশ্বাস করি, পাঠক ও শুভাকাঙ্খী তাদের উৎসাহ আমাদের সাফল্যের স্বর্ণশিখরে পৌঁছে দেবে। পাঠকের আকাঙ্খা পূরণ আমাদের বড় অর্জন হবে। সত্য ও সুন্দরের পথে অবিচল থাকতে আবারো দৃঢ় প্রত্যয় ব্যক্ত করছি। খুলনা গেজেট পরিবারের পক্ষ থেকে সকলকে প্রতিষ্ঠাবার্ষিকীর অভিনন্দন ও শুভেচ্ছা। মহান সৃষ্টিকর্তা আমাদের সকলের সহায় হোন।
খুলনা গেজেট/কেডি/এমএম