খুলনা, বাংলাদেশ | ১লা জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ | ১৫ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ

Breaking News

  নতুন বিশ্ব গড়ার সক্ষমতা বাংলাদেশের আছে : চবি’র সমাবর্তনে প্রধান উপদেষ্টা
  চট্টগ্রাম বন্দর অর্থনীতির হৃদপিন্ড, চট্টগ্রাম বন্দরকে সত্যিকার বন্দরে পরিণত করার কাজ চলছে : প্রধান উপদেষ্টা
  ঢাবি শিক্ষার্থী সাম্য হত্যার ঘটনার রাজধানী থেকে গ্রেপ্তার ৩

সড়ক ও ফুটপাতের দখলদারদের অপসারণ, ৮ জনকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক

খুলনায় ফুটপথ থেকে অবৈধ দখলদারদের অপসারণ কার্যক্রম চালিয়েছে খুলনা সিটি কর্পোরেশন (কেসিসি)। বুধবার (৪ ডিসেম্বর) নগরীর সদর থানা এলাকার খান জাহান আলী সড়কে এ অপসারণ কার্যক্রম চালানো হয়। অপসারণ কার্যক্রমের নেতৃত্ব দেন কেসিসি’র এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট জান্নাতুল আফরোজ স্বর্ণা। এসময়, ৮ জনকে ২৩ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়।

ফুটপথের ওপর পাখির খাচা রাখার অপরাধে বিক্রেতা মো: মনির হোসেন ও মো: ইলিয়াস হোসেনকে ৫ হাজার, দরজা বিক্রেতা আবু মুসাকে ৩ হাজার, ফুটপথে বেসিন স্থাপন করার অপরাধে হোটেল ব্যবসায়ী মো: সোহেলকে ২ হাজার ৫ শ, ফুটপাতের উপর গ্যাসের চুলা রাখার অপরাধে হোটেল ব্যবসায়ী মো: রবিউল আলম আরিফকে ৩ হাজার, ফুটপাতের ওপর ফলের ঝুড়ি রাখার অপরাধে ফল বিক্রেতা মানজুল মোল্লা ও
মো: হারুনকে ৫ হাজার টাকা এবং ফুটপাতের উপর স্যানিটারী সামগ্রী রাখার অপরাধে মো: আল আমিনকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

এসময় সড়ক ও ফুটপথে বিদ্যমান অবৈধ স্থাপনাও অপসারণ করা হয়। কেসিসি’র এস্টেট অফিসার গাজী সালাউদ্দিনসহ কেএমপি’র পুলিশ সদস্যগণ অপসারণ কার্যক্রমে অংশগ্রহণ করেন।

খুলনা গেজেট/ টিএ




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!