মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা বলেছেন, আওয়ামী লীগের সম্মিলিত শক্তির সামনে কোন অপশক্তি টিকবে না। কারণ আওয়ামী লীগ মুজিব আদর্শের দল। যারা কখনও কোন অপশক্তির সামনে মাথা নত করে না।
তিনি দলের কাউন্সিলরদের উদ্দেশ্যে বলেন, ‘৭৫এর খুনি বিএনপি আর ‘৭১ এর যুদ্ধাপরাধীরা দেশে আবারও ১৫ আগস্ট আর ২১ শে আগস্টের মতো দূর্ঘটনা ঘটানোর ষড়যন্ত্র করছে। দন্ডপ্রাপ্ত আসামী খুনি তারেক জিয়া লন্ডনে বসে বাংলাদেশে নাশকতার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। আর বিএনপি ওই ষড়যন্ত্র বাস্তবায়ন করছে। সেজন্য বাংলাদেশে আবার চরম সংকট চলছে। সংকট মোকাবেলায় বাংলাদেশকে রক্ষায় শেখ হাসিনার পাশে দাড়াতে হবে।
তিনি আরো বলেন, আমাদের সকলকে বিএনপি-জামাতের দেশ বিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে সজাগ থাকতে হবে। যে কোন ধরনের ষড়যন্ত্রের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। সেজন্যে সকল ভেদাভেদ ভুলে গিয়ে ওয়ার্ড আওয়ামী লীগের সাথে ঐক্যবদ্ধ হয়ে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে।
বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় দলীয় কার্যালয়ে দলের নির্বাচিত কাউন্সিলরদের সাথে জরুরী সভায় সভাপতির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
এসময়ে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা শেখ শহিদুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা নুর ইসলাম বন্দ, এ্যাড. রজব আলী সরদার, অধ্যক্ষ শহিদুল হক মিন্টু, জামাল উদ্দিন বাচ্চু, শেখ মো. ফারুক আহমেদ, বীর মুক্তিযোদ্ধা অধ্যা. আলমগীর কবির, এ্যাড. খন্দকার মজিবর রহমান, প্যানেল মেয়র আলী আকবর টিপু, মো. মুন্সি মাহবুব আলম সোহাগ, শামছুজ্জামান মিয়া স্বপন, হাফেজ মো. শামীম, শেখ নুর মোহাম্মদ, শেখ মোশারাফ হোসেন, এ্যাড. মো. সাইফুল ইসলাম, সিদ্দিকুর রহমান বুলু বিশ্বাস, কাউন্সিলর ফকির মো. সাইফুল ইসলাম, কাউন্সিলর শেখ হাফিজুর রহমান, কাউন্সিলর আনিছুর রহমান বিশ্বাষ, কাউন্সিলর বীর মুক্তিযোদ্ধা মুন্সি আব্দুল ওয়াদুদ, এস এম আকিল উদ্দিন, কাউন্সিলর এস এম মোজাফফর রশিদী রেজা, কাউন্সিলর কাজী আবুল কালাম বিকু, কাউন্সিলর ইমাম হাসান চৌধুরী ময়না, এস এম খুরশিদ আহমেদ টোনা, কাউন্সিলর কাজী তালাত হোসেন কাউট, কাউন্সিলর মো. আলী, কাউন্সিলর মো. মাহফুজুর রহমান লিটন, কাউন্সিলর মো. আব্দুস সালাম, কাউন্সিলর শেখ সামছুদ্দিন আহমেদ প্রিন্স, কাউন্সিলর শেখ আব্দুর রাজ্জাক, কাউন্সিলর মো. সাইফুল ইসলাম, কাউন্সিলর মো. মনিরুজ্জামান, কাউন্সিলর মো. আরিফ হোসেন মিঠু, কাউন্সিলর গোলাম মাওলা শানু, প্যানেল মেয়র এ্যাড. মেমরী সুফিয়া রহমান সুনু, কাউন্সিলর মাহমুদা বেগম, পারভীন আক্তার, কাউন্সিলর আমেনা হালিম বেবী, কাউন্সিলর কণিকা সাহা, কাউন্সিলর সাহিদা বেগম, কাউন্সিলর মনিরা আক্তার, কাউন্সিলর রহিমা আক্তার হেনা প্রমূখ।