খুলনায় গৃহবধুকে শ্লীলতাহানির অভিযোগে পুলিশ রাজিব শেখ (৩০) নামে এক যুবককে আটক করেছে। বুধবার সন্ধ্যায় তাকে খানজাহান আলী থানাধীন মশিয়ালী গ্রাম থেকে আটক করে। গ্রেপ্তার হওয়া যুবক ওই গ্রামের মো: লোকমান শেখের ছেলে।
এ বিষয়টি নিশ্চিত করেছেন খানজাহান আলী থানার অফিসার ইনচার্জ মো: কামাল হোসেন খান। তিনি বলেন রাজিব শেখ একজন মাদকাসক্ত যুবক। তার নামে এলাকায় বিভিন্ন অপকর্মের চাউর আছে। বুধবার সকালে অভিযুক্ত ওই যুবক তার আপন খালাতো ভাইয়ের বাড়ি যায়। বাড়িতে কেউ না থাকার সুযোগে খালাতো ভাইয়ের স্ত্রীর শয়ন কক্ষের ভেতর ঢুকে দরজা লাগিয়ে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা চালায়।
একপর্যায়ে তার কাছে থাকা ছুরি দেখিয়ে ওই নারীকে ভয়ভীতি প্রদর্শন করে। রাজিবের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য আকুতি মিনতি করেও মন গলাতে পারেনি। তার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা চালায়। পরে ভিকটিম কৌশলে ঘর থেকে বের হয়ে প্রতিবেশীর বাড়িতে আশ্রয় নেয়।
তিনি আরও বলেন, ধর্ষণের চেষ্টায় ওই গৃহবধু রাজিব শেখকে আসামি করে বুধবার থানায় মামলা দায়ের করেন, যার নং ১২। পরে তাকে মশিয়ালী গ্রাম থেকে আটক করা হয়। আসামির বিরুদ্ধে খানজাহান আলী থানায় মাদকসহ বিভিন্ন অপরাধের ৪ টি মামলা রয়েছে।
খুলনা গেজেট/ এস আই