খুলনা, বাংলাদেশ | ১১ অগ্রহায়ণ, ১৪৩১ | ২৬ নভেম্বর, ২০২৪

Breaking News

  কুমিল্লায় ট্রেনের ধাক্কায় অটোরিকশার ৫ যাত্রী নিহত
  মানবতাবিরোধী অপরাধ : চিফ প্রসিকিউটর দেশে না থাকায় ফখরুজ্জামান ও সাত্তারের জামিন শুনানি ২ সপ্তাহ পেছাল আপিল বিভাগ
  আজ থেকে জাতীয় ছাত্র সংহতি সপ্তাহ শুরু
  অ্যান্টিগা টেস্ট: শেষ দিনে বাংলাদেশের দরকার ২২৫ রান, হাতে ৩ উইকেট

শ্রীলঙ্কার কাছে হেরে সিরিজ খোয়ালো টাইগার যুবারা

ক্রীড়া প্রতিবেদক

পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ, দুই ম্যাচ বাকি থাকতেই হার মেনে বসলো বাংলাদেশের যুবারা। শ্রীলঙ্কায় টানা তৃতীয় ম্যাচে হারের লজ্জা নিয়ে মাঠ ছেড়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।

আজ (বুধবার) ডাম্বুলায় সিরিজের তৃতীয় ওয়ানডেতে টাইগার যুবাদের ২০ বল আর ৩ উইকেট হাতে রেখে হারিয়েছে লঙ্কানরা।

টস জিতে ব্যাটিং বেছে নেওয়াই যেন কাল হয়েছে বাংলাদেশের। লঙ্কানদের বোলিং তোপে ইনিংসের ৩ বল বাকি থাকতে ১৮৪ রানেই গুটিয়ে যায় যুবারা।

তবু রক্ষা! নয় নম্বরে নেমে আশিকুর রহমান ৫৪ রানের হার না মানা ইনিংস না খেললে আরও বড় লজ্জায় পড়তে হতো। ১০৭ রানে ৮ উইকেট হারিয়েছিল লাল সবুজের প্রতিনিধিরা।

লোয়ার অর্ডারের শেষ চার ব্যাটারের তিনজনই পেয়েছেন রান। আট নম্বরে নেমে আহসান হাবিব ৩৩ আর দশ নম্বর ব্যাটার নাইমুর রহমান করেন ২৭ রান।

অথচ টপ অর্ডারে ইফতিখার হোসেন (২৫) আর আইচ মোল্লা (২৩) ছাড়া বাকিদের কেউ দশের ঘরও ছুঁতে পারেননি।

লঙ্কান বোলারদের মধ্যে ৩টি করে উইকেট নেন ভিনুজা রানপাল আর রভিন ডি সিলভা।

১৮৫ রানের সহজ লক্ষ্য তাড়া করতে নেমে অবশ্য বিপদে পড়েছিল লঙ্কানরাও। ৯৬ রানে ৬টি আর ১২২ রানে তাদের ৭ উইকেট তুলে নিয়ে জয়ের সম্ভাবনা তৈরি করেছিল যুবারা।

কিন্তু একটা প্রান্ত ধরে রেখে লঙ্কানদের মুখে হাসি ফোটান তিন নম্বর ব্যাটার শেভন ড্যানিয়েল। খেলেন ৮৫ রানের হার না মানা ইনিংস। বিপদের মুখে নয় নম্বর ব্যাটসম্যান ভানুজা সাহান তাকে দেন যোগ্য সঙ্গ, অপরাজিত থাকেন ৩৮ রানে।

বাংলাদেশি বোলারদের মধ্যে সবচেয়ে সফল ছিলেন মুশফিক হাসান, ৪৬ রানে নেন ৩টি উইকেট। ২৪ রানে ২ উইকেট শিকার আহসান হাবিবের।

খুলনা গেজেট/ এস আই




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!