খুলনা, বাংলাদেশ | ২৭ বৈশাখ, ১৪৩১ | ১০ মে, ২০২৪

Breaking News

  হবিগঞ্জে দু’গ্রুপের সংঘর্ষে নিহত ৩, আহত অর্ধশতাধিক
  চট্টগ্রামে বিধ্বস্ত হওয়া প্রশিক্ষণ বিমানের এক পাইলট নিহত
  সোহেল চৌধুরী হত্যা : আজিজ মোহাম্মদ ভাইসহ ৩ আসামির যাবজ্জীবন, ৬ জনকে খালাস দিয়েছেন আদালত
  সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের অবৈধ সম্পদের অনুসন্ধান চেয়ে হাইকোর্টে রিট

শ্রমিকবাহী বাস উল্টে খাদে পড়ে ৫০ জন শ্রমিক আহত

অভয়নগর প্রতিনিধি

যশোরের অভয়নগরে আকিজ জুট মিলের শ্রমিক বাস উল্টে খাদে পড়ে কমপক্ষে ৫০ জন শ্রমিক আহত হয়েছে। বুধবার (৬ মার্চ) রাত আনুঃ ১১টায় উপজেলার শংকরপাশা সরদার মিল ঘাট রোড এলাকায় এঘটনা ঘটে। আহতদেরকে উদ্ধার করে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এসময় গুরুতর আহত অবস্থায় ১২ জনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

জানা যায়, বুধবার রাতে আকিজ জুট মিলের শ্রমিক বহনকারী বাস রাত ১০ ছুটি হওয়া শ্রমিকদের নিয়ে সরদার মিল ঘাট এলাকায় পৌঁছালে গাড়ীর চাকা স্লীপ করে বাসটি উল্টে খাদে পড়ে যায়। এসময় দুর্ঘটনা কবলিত বাসটি দুমড়ে মুচড়ে যাওয়ায় বাসের ভিতরে ৬০/৭০ জন শ্রমিক আটকে পড়ে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা আহতদেরকে উদ্ধার করে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এসময় একসাথে অসংখ্য আহত রোগীর চিকিৎসায় দিতে হিমসিম খেতে দেখা যায় হাসপাতালে কর্তব্যরত ডাক্তার নার্স ও স্টাফদেরকে।

এদিকে আকিজ জুট মিলের বাস সার্ভিস কর্মকর্তা জানান, দুর্ঘটনায় আহত ব্যক্তিদের কে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, আদ দ্বীন ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এব্যাপারে জানতে চাইলে ফায়ার সার্ভিসের দায়িত্বরত স্টেশন অফিসার বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছি, আমরা পৌঁছানোর আগেই অধিকাংশ আহতদেরকে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে।

এ ব্যাপারে জানতে চাইলে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডাক্তার রাকিবুল ইসলাম বলেন, আহত ব্যক্তিরা হাসপাতালে আসার আগেই দুর্ঘটনার খবর পাই। সে অনুযায়ী সবায় রেডি ছিলাম, সবাইকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। গুরুতর আহতদেরকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

খুলনা গেজেট/ এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!