খুলনা, বাংলাদেশ | ১০ অগ্রহায়ণ, ১৪৩১ | ২৫ নভেম্বর, ২০২৪

Breaking News

  আইপিএল নিলামে অবিক্রিত মোস্তাফিজুর রহমান, ভিত্তিমূল্য ছিলো ২ কোটি রুপি
  ইসকন নেতা চিন্ময় দাসকে বিমান বন্দরে গ্রেপ্তার করেছে ডিবি
  কক্সবাজারের টেকনাফ সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোঁজ দুই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
  সাবেক আইজিপি মামুনের ফের ৩ দিনের রিমান্ড

জাতীয় শোকদিবস পালনসহ নগর আ.লীগের ৪০ দিনের কর্মসূচি

গে‌জেট ডেস্ক

শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান এমপি বলেছেন, ’৭১-এর পরাজিত শক্তি ও ’৭৫-এর খুনিরা বাংলাদেশকে পেছাতে আগস্ট মাসকে বেছে নিয়েছে। তারা বাংলাদেশকে অশান্ত করার জন্য নানা ধরণের ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। এদের পৃষ্ঠপোশকতা করছে বিএনপি-জামায়াত। এদেরকে ঐক্যবদ্ধভাবে শক্তহাতে  প্রতিহত করতে হবে। তিনি আরো বলেন, আঠার কোটি মানুষের অভিভাবক জননেত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রী নির্বাচিত হয়ে দেশ থেকে মাদক এবং সন্ত্রাস-জঙ্গীবাদ উচ্ছেদ করেছে। জাতিকে তলাবিহীন ঝুঁড়ি থেকে সম্মানের জাতিতে পরিণত করেছে। সেই প্রতিষ্ঠিত জাতিকে ধ্বংস করতে বিএনপি-জামায়াত ’৭১-এর পরাজিত শত্রু আমেরিকার সাথে হাত মিলিয়েছে। তিনি দৃপ্তকন্ঠে হুশিয়ারী উচ্চারণ করে বলেন, আওয়ামী লীগ বঙ্গবন্ধুর আদর্শের দল। এই দল কখনো কোন ষড়যন্ত্রের কাছে নত হয়নি। আগামীতে সকল ষড়যন্ত্রকে নস্যাৎ করে দিয়ে জননেত্রী শেখ হাসিনাকে পঞ্চমবারের মতো প্রধানমন্ত্রী নির্বাচিত করবে। সেজন্য সকলকে ঐক্যবদ্ধ থেকে কাজ করতে হবে।

মঙ্গলবার (১৪ জুলাই) সন্ধ্যায়  দলীয় কার্যালয়ে মহানগর আওয়ামী লীগের বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

সভায় সভাপতিত্ব করেন খুলনা মহানগর আওয়ামী লীগ সভাপতি ও নবনির্বাচিত সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক। এসময়ে বক্তৃতা করেন খুলনা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা। খুলনা মহানগর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মো. মুন্সি মাহবুব আলম সোহাগের পরিচালনায় এসময়ে উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব মিজানুর রহমান মিজান, সহ-সভাপতি বেগ লিয়াকত আলী, মল্লিক আবিদ হোসেন কবীর, বীর মুক্তিযোদ্ধা শেখ শহিদুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন মিন্টু, বীর মুক্তিযোদ্ধা শ্যামল সিংহ রায়, এ্যাড. আইয়ুব আলী শেখ, বীর মুক্তিযোদ্ধা নুর ইসলাম বন্দ, যুগ্ম সম্পাদক অধ্যক্ষ শহিদুল হক মিন্টু, মো. আশরাফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক শেখ মো. ফারুক আহমেদ, বীর মুক্তিযোদ্ধা অধ্যা. আলমগীর কবির, সম্পাদক মন্ডলীর সদস্য শেখ মো. আনোয়ার হোসেন, প্যানেল মেয়র আলী আকবর টিপু, মো. শাহজাদা, বীর মুক্তিযোদ্ধা ফেরদৌস আলম চাঁন ফারাজী, এ্যাড. অলোকা নন্দা দাস, বীর মুক্তিযোদ্ধা মাকসুদ আলম খাজা, শেখ মো. জাহাঙ্গীর আলম, বীরেন্দ্র নাথ ঘোষ, মো. মফিদুল ইসলাম টুটুল, শেখ নুর মোহাম্মদ, মোজাম্মেল হক হাওলাদার, অধ্যা. রুনু ইকবাল বিথার, মাহবুবুল আলম বাবলু মোল্লা, শেখ সৈয়দ আলী, এ কে এম সানাউল্লাহ নান্নু, মনিরুল ইসলাম বাশার, এস এম আনিছুর রহমান, বীর মুক্তিযোদ্ধা মোশাররফ হোসেন, কাউন্সিলর শেখ হাফিজুর রহমান, বীর মুক্তিযোদ্ধা মুন্সি আব্দুল ওয়াদুদ, মনিরুজ্জামান খান খোকন, এস এম আকিল উদ্দিন, শেখ দাউদ হায়দার, এ্যাড. সুলতানা রহমান শিল্পী, বীর মুক্তিযোদ্ধা মো. মোতালেব মিয়া, রনজিত কুমার ঘোষ, এ্যাড. এ কে এম শাহজাহান কচি, মো. সফিকুর রহমান পলাশ, এম এ নাসিম, নাসরিন আক্তার তন্দ্রা, বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিঃ শেখ আব্দুল জব্বার, এস এম আসাদুজ্জামান রাসেল, এ্যাড. শামীম আহমেদ পলাশ, শেখ নজিবুর রহমান নজিব, নাসরিন আক্তারসহ ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি-সাধারণ সম্পাদক এবং নবনির্বাচিত দলীয় কাউন্সিলরবৃন্দ।

সভায় জাতীয় শোকের মাসকে শক্তিকে পরিণত করা লক্ষে ৪০ দিনব্যাপী কর্মসূচি গ্রহণ করা হয়। – খবর বিজ্ঞপ্তি

খুলনা গেজেট/কেডি




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!