খুলনা, বাংলাদেশ | ২০ পৌষ, ১৪৩১ | ৪ জানুয়ারি, ২০২৫

Breaking News

  তারেক রহমানের ৪ মামলা বাতিলের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আপিল
  ৬ থেকে ১১ জানুয়ারি পর্যন্ত সারাদেশে জনসংযোগ কর্মসূচির ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির
  ২০২৪ সা‌লে দে‌শে দুর্ঘটনায় ৯ হাজার ২৩৭ জন নিহত, আহত ১৩ হাজার ১৯০ জন : যাত্রী কল্যাণ সমিতি

শোককে শক্তিতে পরিণত করে আন্দোলন আরও বেগবান করতে হবে : ফখরুল

গে‌জেট ডেস্ক

ভোলায় পুলিশের গুলিতে কর্মী নিহতের শোককে শক্তিতে পরিণত করে সরকার পতন আন্দোলন আরও বেগবান করতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার(১ আগষ্ট) বেলা সাড়ে ১১টায় রাজধানী নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত গায়েবানা জানাজার আগে দেয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জ্বালানিখাতে অব্যবস্থাপনা ও দ্রব্যমূল্য উর্ধ্বগতির প্রতিবাদে ডাকা কেন্দ্রীয় কর্মসূচি পালনকে ঘিরে গতকাল ভোলায় পুলিশের গুলিতে দলের এক কর্মী নিহত হওয়ার ঘটনায় গায়েবানা জানাজা কর্মসূচি পালন করে বিএনপি।

মির্জা আলমগীর বলেন, ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকারের পুলিশের গুলিতের ভোলায় রক্ত ঝরেছে। ভোলায় শান্তিপূর্ণ কর্মসূচিতে বিনা উস্কানিতে পুলিশ গুলি করেছে। তারা গুলি চালিয়ে স্বেচ্ছাসেবক দলের নেতা আবদুর রহিমকে হত্যা করেছে। এছাড়া কেন্দ্রীয় নেতা এবিএম মোশাররফসহ ১০০ জন নেতাকর্মী গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন।

বিএনপি মহাসচিব বলেন, সরকার পুলিশ দিয়ে অন্দোলনকে দমন করতে চায়। এদেশের মানুষ কখনো ফ্যাসিবাদী সরকারকে ভয় করে না। আবদুর রহিম নিহতের শোককে শক্তিতে পরিণত করে আন্দোলনকে আরও বেগবান করতে হবে। আন্দোলনের মাধ্যমে এই স্বৈরাচারী সরকারের পতন ঘটাতে হবে।

গায়েবানা জানাজায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাড়াও দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, দলের ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজউদ্দিন আহমেদ বীরবিক্রম, নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্না, জোটের শরিক দলের ফরিদুজ্জামান ফরহাদ, মোস্তাফিজুর রহমান ইরান, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সভাপতি আবদুস সালাম, ঢাকা মহানগর উত্তর বিএনপির সভাপতি আমানউল্লাহ আমান, সাধারণ সম্পাদক আমিনুল হক, দলের যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, হাবিবউন নবী সোহেল, প্রচার সম্পাদক শহীদউদ্দিন চৌধুরী এ্যানি, যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মামুন হাসান, সাধারণ সম্পাদক মোনায়েম মুন্না, স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোস্তাফিজুর রহমানসহ সহস্রাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

খুলনা গেজেট/ এস আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!