তবে অন্য প্রান্তে একাই লড়ে যান হৃদয়। শেষ পর্যন্ত ৯৭ বলে ৮২ রানের ইনিংস খেলে তিনি মহেশ থিকশানার এলবিডব্লিউয়ের ফাঁদে পড়েন। এরপর হাসান মাহমুদের ১০ ও নাসুম আহমেদের ১৫ রানে পরাজয়ের ব্যবধান কমিয়েছে সাকিল আল হাসানের দল।
এর আগে টসে হেরে ব্যাট করতে নামা শ্রীলঙ্কা ৫০ ওভারে ২৫৭ রান সংগ্রহ করে। দলের পক্ষে সর্বোচ্চ ৯৩ রানের ইনিংস খেলেন সামারা বিক্রমা।
তার ৭২ বলের ইনিংসে ছিল ২টি চার ও ৮টি ছক্কা। কুশল মেন্ডিশ হাঁকান অর্ধশত (৫০)। এছাড়া পাথুম নিশাঙ্কা ৪০ ও অধিনায়ক দাসুন শানাকা ২৪ রান করেন। বাংলাদেশের পক্ষে ৩টি করে উইকেট শিকার করেন তাসকিন আহমেদ ও হাসান মাহমুদ। শরিফুলের নেন ২টি উইকেট।
বাংলাদেশ: ৪৮.১ ওভারে ২৩৫/১০ (হাসান ১০*, নাসুম ১৫, শরিফুল ৭, তাসকিন ১*, হৃদয় ৮২, শামীম ৫, মুশফিক ২৯, লিটন ১৫, সাকিব ৩, নাঈম ২১, মিরাজ ২৮); লক্ষ্য ২৫৮ রান।
শ্রীলঙ্কা: ৫০ ওভারে ২৫৭/৮ (রাজিথা ১*, সাদিরা ৯৩, ঠিকশানা ২, দুনিথ ৩, শানাকা ২৪, ধনঞ্জয়া ৬, আসালাঙ্কা ১০, মেন্ডিস ৫০, নিসাঙ্কা ৪০, করুনারত্নে ১৮)
খুলনা গেজেট/কেডি