খুলনা, বাংলাদেশ | ২৬ বৈশাখ, ১৪৩১ | ৯ মে, ২০২৪

Breaking News

  প্রথম ধাপের উপজেলা ভোট শেষ, চলছে গণনা
  উপজেলা নির্বাচন প্রত্যাখ্যান করেছে জনগণ : রিজভী
  তেঁতুলিয়ার খয়খাটপাড়া সীমান্তে বিএসএফ’র গুলিতে দুই বাংলাদেশি নিহত

শেখ হাসিনার নেতৃত্বে আগামী নির্বাচনে আওয়ামী লীগকে বিজয়ী করে সরকার গঠন করতে হবে

নিজস্ব প্রতিবেদক

খুলনা-২ আসনের সংসদ সদস্য সেখ সালাহউদ্দিন জুয়েল বলেছেন, সংগঠনকে যদি গতিশীল করতে হয় তাহলে সহযোগী সংগঠনকে শক্তিশালী করতে হবে। প্রতিপক্ষকে মোকাবেলা করতে হলে সংগঠনকে শক্তিশালী করার কোন বিকল্প নেই।

বুধবার সন্ধ্যায় দলীয় কার্যালয়ে মহানগর আওয়ামী লীগের বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক। অনুষ্ঠানের বিশেষ অতিথির বক্তৃতা করেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা।

এসময়ে প্রধান অতিথির বক্তৃতায় তিনি আরো বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ তার সহযোগী সংগঠন নিয়ে সুশৃঙ্খল ছিল বলে ‘৭১ এর মহান মুক্তিযুদ্ধ স্বৈরাচার বিরোধী আন্দোলনসহ সকল গণতান্ত্রিক আন্দোলন এবং ২০০৮ সালের নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ ভোটে জয়লাভ করে।

প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরকার গঠন করে। দীর্ঘ টানা চৌদ্দ বছরে শেখ হাসিনার নেতৃত্বে দেশে অভূতপূর্ব উন্নয়ণ সাধিত হয়েছে। যা বিএনপি-জামায়াতসহ কতিপয় রাষ্ট্রের ঈর্ষার কারণ হয়ে দাড়িয়েছে। তিনি বলেন, ওই সকল দেশ বিরোধীদের দাঁতভাঙ্গা জবাব দিতে জননেত্রী শেখ হাসিনার সকল উন্নয়নকে তৃণমূলের মানুষের কাছে পৌঁছে দিতে হবে। সংগঠনের নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, আগামী এক মাসের মধ্যে ছাত্রলীগসহ সকল সহযোগী সংগঠনের কমিটি দেওয়া হবে।

তিনি বর্তমান বৈশ্বিক অর্থনীতির উপরে বলেন, এটা শুধু বাংলাদেশের ক্রাইসিস না, এটা বৈশ্বিক বিষয়। এটাকে মিথ্যা জালে ফেলে অপপ্রচার করে যারা দেশ ও জাতির ক্ষতি করছে তাদেরকে চিহ্নিত করে আইনে সোপর্দ করতে হবে। এদেরকে কোন অবস্থাতেই ছাড় দেওয়া যাবে না। তাই জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আগামী নির্বাচনে আওয়ামী লীগকে বিজয়ী করে সরকার গঠন করতে হবে। তাহলেই বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ গঠন সম্ভব হবে।

মহানগর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মো. মুন্সি মাহবুব আলম সোহাগের পরিচালনায় সভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন মহানগর আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক কাউন্সিলর জেড এ মাহমুদ ডন, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক কাউন্সিলর শামছুজ্জামান মিয়া স্বপন, সদর থানা আওয়ামী লীগের সভাপতি এ্যাড. মো. সাইফুল ইসলাম, দৌলতপুর থানা আওয়ামী লীগের সভাপতি শেখ সৈয়দ আলী, সোনাডাঙ্গা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তসলিম আহমেদ আশা, খানজাহান আলী থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম আনিছুৃর রহমান, কাউন্সিলর শেখ হাফিজুর রহমান, কাউন্সিলর মো. আনিছুর রহমান বিশ্বাষ, ৫নং ওয়ার্ড কাউন্সিলর শেখ মোহাম্মদ আলী, সংরক্ষিত মহিলা কাউন্সিলর, এ্যাড. মেমরী সুফিয়া রহমান শুনু, ২৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ফেরদৌস হোসেন লাবু, ১৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শেখ আবিদ উল্লাহ, ১৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোর্শেদ আহমেদ মনি, ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাকসুদ হাসান পিকু।

এসময়ে আওয়ামী লীগ নেতা কাজী এনায়েত হোসেন, বেগ লিয়াকত আলী, মল্লিক আবিদ হোসেন কবীর, বীর মুক্তিযোদ্ধা শেখ শহিদুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন মিন্টু, বীর মুক্তিযোদ্ধা শ্যামল সিংহ রায়, এ্যাড. আইয়ুব আলী শেখ, বীর মুক্তিযোদ্ধা নুর ইসলাম বন্দ, আবুল কালাম আজাদ, অধ্যক্ষ শহিদুল হক মিন্টু, জামাল উদ্দিন বাচ্চু, শেখ মোহাম্মদ ফারুক আহমেদ, বীর মুক্তিযোদ্ধা অধ্যা. আলমগীর কবির, এ্যাড. খন্দকার মজিবর রহমান, শেখ মো. আনোয়ার হোসেন, মো. শাহজাদা, বীর মুক্তিযোদ্ধা ফেরদৌস আলম চাঁন ফারাজি, এ্যাড. অলোকা নন্দা দাস, বীর মুক্তিযোদ্ধা মাকসুদ আলম খাজা, শেখ ফারুক হাসান হিটলু, শেখ মো. জাহাঙ্গীর আলম, বীরেন্দ্র নাথ ঘোষ, মো. মফিদুল ইসলাম টুটুল, শেখ নুর মোহাম্মদ, অধ্যা. রুনু ইকবাল বিথার, মাহবুবুল আলম বাবলু মোল্লা, সিদ্দিকুর রহমান বুলু বিশ্বাস, শেখ আবিদ হোসেন, কাউন্সিলর ফকির মো. সাইফুল ইসলাম, মো. তরিকুল আলম খান, কাজী জাহিদুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা মোশাররফ হোসেন, কাউন্সিলর শেখ মো. গাউসুল আজম, বীর মুক্তিযোদ্ধা কাউন্সিলর মুন্সি আব্দুল ওয়াদুদ, মনিরুজ্জামান খান খোকন, কাউন্সিলর শেখ আব্দুর রাজ্জাক, কাউন্সিলর মো. সাইফুল ইসলাম, কাউন্সিলর মো. আব্দুস সালাম, কাউন্সিলর শেখ সামছুদ্দিন আহমেদ প্রিন্স, কাউন্সিলর মো. ডালিম হাওলাদার, কাউন্সিলর এম ডি মাহফুজুর রহমান লিটন, কাউন্সিলর কাজী তালাত হোসেন কাউট, কাউন্সিলর মো. মনিরুজ্জামান, কাউন্সিলর এস এম খুরশিদ আহমেদ টোনা, কাউন্সিলর ইমাম হাসান চৌধুরী ময়না, কাউন্সিলর এস এম মোজাফফর রশিদী রেজা, কাউন্সিলর মো. আরিফ হোসেন মিঠু, কাউন্সিলর মনিরা আক্তার, কাউন্সিলর শাহিদ বেগম, কাউন্সিলর রহিমা আক্তার হেনা, কাউন্সিলর আমেনা হালিম বেবী, কাউন্সিলর মাহমুদা বেগম, কাউন্সিলর কণিকা সাহা, কাউন্সিলর রেকসোনা কালাম লিলি, রনজিত কুমার ঘোষ, এ্যাড. এ কে এম শাহজাহান কচি, মো. শফিকুর রহমান পলাশ, এম এ নাসিম, শেখ শাহজালাল হোসেন সুজন, এস এম আসাদুজ্জামান রাসেল, অধ্যা. এ বি এম আদেল মুকুল, এ্যাড. রাবেয়া ওয়ালী করবী, আইরিন চৌধুরী নীপাসহ ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সাধারণ সম্পাদকরা উপস্থিত ছিলেন।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!