খুলনা, বাংলাদেশ | ২৫ পৌষ, ১৪৩১ | ৯ জানুয়ারি, ২০২৫

Breaking News

  রাষ্ট্রীয় পদমর্যাদা ক্রম ঠিক করতে আপিল বিভাগে আবেদন, শুনানি ১৬ জানুয়ারি
  ময়মনসিংহের হালুয়াঘাটে দাঁড়িয়ে থাকা ট্রাকে মোটরসাইকেলের ধাক্কা, নিহত ২
  মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা আজহারের রিভিউ শুনানি ২৩ জানুয়ারি
  যাত্রীবাহী বাসের অ্যাম্বুলেন্সের সংঘর্ষে দুটোতেই আগুন, পুড়ে নিহত ৪

শুরুতেই ফিরলেন তামিম

ক্রীড়া প্রতিবেদক

আগের ম্যাচে ফিফটি করেছিলেন, তবে সিরিজের শেষ ম্যাচে রান পেলেন না তানজীদ হাসান তামিম। ইনিংসের দ্বিতীয় ওভারে ফেরা এই বাঁহাতি ওপেনার আজ করেন মাত্র ২ রান। নতুন ব্যাটার হিসেবে উইকেটে এসেছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

তিন পরিবর্তন নিয়ে ব্যাটিংয়ে বাংলাদেশ

জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের পঞ্চম ও শেষ ম্যাচে টস হেরে আগে ব্যাটিং করবে বাংলাদেশ। এ ম্যাচে স্বাগতিকদের একাদশে তিন পরিবর্তন আনা হয়েছে। বিশ্রাম দেওয়া হয়েছে তানজিম হাসান সাকিব, তানভীর ইসলাম ও তাসকিন আহমেদকে। গত ম্যাচে বাইরে থাকা মোহাম্মদ সাইফউদ্দিন, মাহমুদউল্লাহ রিয়াদ ও শেখ মেহেদী ফিরেছেন এই ম্যাচের একাদশে।

বাংলাদেশ একাদশ- নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তানজীদ হাসান তামিম, সাকিব আল হাসান, তাওহীদ হৃদয়, শেখ মেহেদী, সৌম্য সরকার, জাকের আলী, মোহাম্মদ সাইফউদ্দিন, মোস্তাফিজুর রহমান, রিশাদ হোসেন ও মাহমুদউল্লাহ রিয়াদ ।

জিম্বাবুয়ে একাদশ- এক পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে জিম্বাবুয়ে। একাদশে ফিরেছেন শেন উইলিয়ামস। বিশ্রামে রিচার্ড এনগারাভা।

জিম্বাবুয়ে একাদশ:
তাদিওয়ানাশে মারুমানি, ব্রায়ান বেনেট, সিকান্দার রাজা (অধিনায়ক), ক্লাইভ মাদান্ডে, জোনাথন ক্যাম্পবেল, রায়ান বার্ল, লুক জংওয়ে, ফারাজ আকরাম, ওয়েলিংটন মাসাকাদজা, শেন উইলিয়ামস ও ব্লেসিং মুজারাবানি।

 

খুলনা গেজেট/এনএম




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!