খুলনা, বাংলাদেশ | ১৩ বৈশাখ, ১৪৩১ | ২৬ এপ্রিল, ২০২৪

Breaking News

  মানিকগঞ্জের গোলড়া বাসস্ট্যান্ড এলাকায় গাড়িচাপায় দুই সবজি বিক্রেতা নিহত
  গাজীপুরের শ্রীপুরের একটি বহুতল ভবনের ফ্ল্যাট থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার
  চুয়েটে শিক্ষার্থীদের আন্দোলন স্থগিত, সড়কে যান চলাচল শুরু
  বন্ধের বিষয়ে সিদ্ধান্ত পুনর্বিবেচনায় আজ জরুরী সিন্ডিকেট সভা আহ্বান

শুধু বাংলাদেশ নয়, বিশ্বেই গৃহহীন মানুষ চান না প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

শেখ হাসিনা বলেন, ‘প্রকৃতপক্ষে গৃহহীনতা একটা অভিশাপ। এটি উন্নয়নশীল এবং উন্নত দেশের মানুষকে ক্ষতিগ্রস্ত করে। অভিজ্ঞতা থেকে দেখা যায়, মানুষকে এই অভিশাপ থেকে মুক্ত করতে কিছু করার বিষয়টি আমাদের সক্ষমতার মধ্যেই রয়েছে।’

নিজ দেশে একজন মানুষও গৃহহীন থাকবে না বলে ঘোষণা দেয়ার পর এবার গোটা বিশ্বের মানুষকে ‘ঘরহীনতার অভিশাপ’ থেকে মুক্ত করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শক্তিশালী অংশীদারত্ব গড়ে তুলে সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে সারা বিশ্বের মানুষকে ‘গৃহহীনতার অভিশাপ’ মুক্ত করা যায় বলেও বিশ্বনেতাদের উদ্দেশে বলেছেন সরকারপ্রধান।

যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে স্থানীয় সময় বুধবার সকালে হোটেল লোটে প্যালেসে ‘টেকসই গৃহায়ন’ শীর্ষক একটি উচ্চপর্যায়ে সাইড ইভেন্টে অংশ নিয়ে তিনি এ আহ্বান জানান।

শেখ হাসিনা বলেন, ‘প্রকৃতপক্ষে গৃহহীনতা একটি অভিশাপ। এটি উন্নয়নশীল এবং উন্নত দেশের মানুষকে ক্ষতিগ্রস্ত করে। অভিজ্ঞতা থেকে দেখা যায়, মানুষকে এই অভিশাপ থেকে মুক্ত করতে কিছু করার বিষয়টি আমাদের সক্ষমতার মধ্যেই রয়েছে।’

এ ক্ষেত্রে ‘শক্তিশালী অংশীদারত্ব’ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন শেখ হাসিনা। তিনি বলেন, ‘এটি করতে (গৃহহীনতার অভিশাপ দূর করতে) এখানে জড়ো হওয়া আমাদের সব বন্ধু এবং অংশীজনরা একটি শক্তিশালী অংশীদারত্ব গড়ে তুলতে পারে।’তিনি বলেন, ‘আসুন আমরা সারা বিশ্বের জন্য একসঙ্গে কাজ করি, যেখানে গৃহহীনতা অতীতের কোনো একটি বিষয় বলে গণ্য হবে।’

গৃহহীনদের প্রতি নিজের মমতার কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, ‘এটি এমন একটি ইস্যু, যা আমি আমার হৃদয়ের গভীরে ধরে রেখেছি। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, একটি নিরাপদ ও উপযুক্ত আশ্রয় প্রতিটি মানুষের মৌলিক অধিকার।’বঙ্গবন্ধুকন্যা বলেন, ‘ঘর দেশের প্রতিটি নাগরিকের সবচেয়ে গুরুত্বপূর্ণ মৌলিক চাহিদা, যা অন্যান্য চাহিদা পূরণের পথ তৈরি করে দেয়। বাংলাদেশে আমরা একটি বাড়িকে শুধু থাকার স্থান হিসেবে দেখি না। আবাসনের নিরাপত্তা ব্যক্তির মর্যাদা ও বসবাসের সঙ্গে অর্থনৈতিক মুক্তিকেও ত্বরান্বিত করে।’




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!