খুলনা, বাংলাদেশ | ৬ অগ্রহায়ণ, ১৪৩১ | ২১ নভেম্বর, ২০২৪

Breaking News

  ড. ইউনূসের বিরুদ্ধে করা ৬ মামলা বাতিল করেছে হাইকোর্ট
  জুলাই-আগস্টে হত্যা : সাবেক অতিরিক্ত অ্যাটর্নি মেহেদীর জামিন স্থগিত
  সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষ্যে শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা

শীতকালীন সবজির দাম চড়া, নিত্যপণ্যের বাজারেও অস্থিরতা

তেরখাদা প্রতিনিধি

শীত আসি আসি করছে। এরই মধ্যে তেরখাদা উপজেলার হাট-বাজারে আসতে শুরু করেছে শীতকালীন নানা সবজি। কিন্তু দাম এখনো চড়া। এছাড়াও নিত্যপণ্যের বাজারেও চরম অস্থিরতা বিরাজ করছে। মাঝে মধ্যে দু-একটি পণ্যের দাম কিছুটা কমলেও বেশিরভাগ ক্ষেত্রেই ঊর্ধ্বমূল্য। আর অতিরিক্ত মূল্য নিম্নআয়ের মানুষকে ফেলেছে বেকায়দায়। চড়া বাজারে সংসার চালাতে অনেকেই খাচ্ছেন হিমশিম।

উপজেলা সদরের কাটেঙ্গা, জয়সেনা, তেরখাদা সহ বেশ কয়েকটি বাজারে এ চিত্র দেখা গেছে। দ্রব্যমূল্যের এ ঊর্ধ্বগতি নিয়ে দোকানির ওপরে ক্ষোভ ঝাড়ছেন ক্রেতারা। শীতের শুরুতেই বাজারে সব ধরনের সবজি দাম আকাশ সমান। বেগুন প্রতি কেজি বিক্রি হচ্ছে ৮০ টাকা, ঝিঙা ৬০ টাকা, ধুন্দুল ৬০ টাকা, কচুর লতি ৮০ টাকা, চিচিঙ্গা ৬০ টাকা, বরবটি ৬০ টাকা, করলা ৯০ টাকা, শসা ৮০ টাকা, শিম ৮০ টাকা, কচুর মুখি কেজি ৮০ টাকা, ঢেঁড়স ৪০ টাকা, পটল ৬০ টাকা, মিষ্টি কুমড়া প্রতি কেজি ৬০ টাকা, টমেটো ১২০ টাকা, পেঁপে ৪০ টাকা, মুলা ৬০ টাকা, ছোট সাইজের ফুলকপি প্রতি পিস ১২০ টাকা, কাঁকরোল প্রতি কেজি ৯০ টাকা এবং কাঁচামরিচ ১৪০ টাকায় বিক্রি হচ্ছে।

কাটেঙ্গা বাজারে বাজার করতে আসা শাহিন মোল্লা বলেন, ‘সবজির দাম যেন গরম। পাশে গেলে শরীর পুড়ে যাচ্ছে। কেনার সাধ্য নেই। আগে যে টাকায় সব কিছু হয়ে যেত এখন আর সেই টাকা দিয়ে খাওয়াটাই হচ্ছে না। তাহলে কেমনে থাকবো। সব জায়গায় ভোগান্তি তবুও বাজার মনিটরিংয়ের কোনো উদ্যোগ কখনোই দেখলাম না।

‘এদিকে সবজির দামের বিষয়ে জয়সেনা বাজারের সবজি বিক্রেতা সাজ্জাদুল বলেন, ‘গেল কয়েক দিন ধরে সবজির দামটা অনেক বেশি। কারণ উৎপাদন কম হওয়ার কারণে আমরা শীতকালীন শাকসবজি বাজারে পাচ্ছি না। যা পাচ্ছি বেশি দামে ক্রয় করতে হচ্ছে। যার কারণে আমাদেরও বেশি দামে বিক্রি করতে হচ্ছে। বাজারের সাত-আট ধরনের সবজির দাম সেঞ্চুরি ছুঁই ছুঁই হবে। বাকি সব সবজি ৬০ থেকে ৭০ টাকার ঘরে।

‘সচেতন মহলের লোকজন বলছেন, বাজারে সবজির দাম ক্রমাগতভাবে বেড়ে চলেছে। এই সময় বেশিরভাগ নতুন সবজি বাজারে আসে। কিন্তু বাজারের দাম চড়া। তবে আমরা মনে করি বাজার যদি ঠিক মতো মনিটরিং করা হয় তবে দামটা অনেকটাই কমবে। তবে পুরোপুরি শীত চলে আসলে নতুন সব সবজি বাজারে উঠবে তখন সবজির দাম অনেক কমে যাবে। এখন বাজারে সবজির সরবরাহ তুলনামূলক কম, সে কারণেই বাজার কিছুটা বাড়তি যাচ্ছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ শহীদুল্লাহ খুলনা গেজেটকে বলেন, বাজার মনিটরিংয়ের মাধ্যমে দ্রুত আইনগত ব্যবস্থা নেয়া হবে।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!