শিরোমনি শিল্প এলাকার বন্ধকৃত জুট স্পিনার্স, মিল চালুসহ শ্রমিকদের বকেয়া পাওনা এককালিন পরিশোধের দাবিতে শুক্রবার সকাল ১০টায় আটরা গিলাতলা ইউনিয়ন পরিষদ অডিটরিয়মে অনুষ্ঠিত হয় ।
জুট স্পিনার্স মিলের শ্রমিক নেতা মোঃ আবু তালেবের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন ১ নং আটরা গিলাতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ মনিরুল ইসলাম। প্রধান বক্তা ছিলেন বেসরকারী পাট, সুতা বস্ত্রকল শ্রমিক কর্মচারী ফেডারেশনের সভাপতি শেখ আমজাদ হোসেন। বিশেষ অতিথি ছিলেন ফুলতলা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান শেখ ইকবাল হোসেন, শিরোমনি দিশারী যুব পর্ষদের সাধারন সম্পাদক কাজী আজাদুর রহমান হিরোক , জুট স্পিনার্স মিলের এ্যডহক কমিটির আহবায়ক মোঃ কেসমত আলীর পরিচালনায় বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা ক্বারী আসহাবউদ্দিন, সংরক্ষিত ইউপি সদস্য পায়রা বেগম, মোঃ বাবুল আখতার , মোঃ জাহিদুর রহমান টিটো, শ্রমিক নেতা মোঃ আলাউদ্দিন, মোঃ আনছার মীর, শাহ মনিরুল ইসলাম, মোঃ হোসেন, মোঃ হাসান, মোঃ আলম, কাশেম ,মোঃ জামাল , সেলিম ,আঃ রশিদ প্রমুখ ।
মতবিনিময় সভায় বক্তারা বলেন মিল মালিক ৬ বছর ধরে কতিপয় দালাল সিবিএ নেতাদের সাথে আতাত করে মিলটির উৎপাদন বন্দ রেখেছে । এখন শ্রমিকদের পিঠ দেয়ালে ঠেকে গেছে অতিদ্রত মিলের উৎপাদন শুরু করা সহ শ্রমিকদের পাওনা পরিশোধ করা না হলে কঠিন কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানান শ্রমিক নেতৃবৃন্দ। এছাড়া আগামি ১৯ এপ্রিল খুলনা বিভাগীয় শ্রম পরিচালকের দপ্তরে জুট র্স্পিনাস মিলের সৃষ্ঠ সমস্য সমাধানে মিলের এ্যাডহক কমিটির নেতৃবৃন্দ সাথে ত্রি পক্ষিয় বৈঠক অনুষ্ঠিত হবে বলে শ্রমিক নেতারা জানান ।