খুলনা মহানগরীর প্রাণকেন্দ্র শিববাড়ীতে আন্দোলন করছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। বেলা ১১ টায় তাদের পূর্বনির্ধারিত কর্মসূচি অনুযায়ী তারা এ কর্মসূচি পালন করে। একই সাথে মঙ্গলবার বেলা ১১ টায় চিন্ময় প্রভূকে আটকের প্রতিবাদে খুলনা শিববাড়ী মোড়ে বিক্ষোভ সমাবেশে সনাতনীদের হাজির হওয়ার কথা ছিলো কিন্তু তারা তাদের কর্মসূচি স্থান পরিবর্তন করে পিকচার প্যালেস মোড়ে আন্দোলন করে।
এই সময়ে সানাতন ধর্মাবলম্বী কয়েকজন শিক্ষার্থী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছাত্রদের দিকে এগিয়ে আসলে তাদের মধ্যে ধস্তাধস্তি পরিস্থিতি তৈরি হয়। এ সময় পুলিশ একসনাতন ধর্মাবলম্বী এক শিক্ষার্থীকে আটক করে।
সাড়ে ১২ টা থেকে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করে শিববাড়ী থেকে মিছিল অভিমুখে পিকচার প্যালেস মোড়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবারও শিববাড়ী এসে শেষ হয়।
মিছিলের ইসকন বিরোধী, ইসকন নিপাত যাক, আওয়ামী লীগের দালাল ইসকন, ভারত দালাল ভারত যাও বাংলাদেশকে গড়তে দাও’ ইত্যাদি স্লোগান দেন।
আন্দোলনে স্থানীয় লোকজনকেও একাত্মতা প্রকাশ করে শিক্ষার্থীদের সঙ্গে শ্লোগান দিতে দেখা যায়।
খুলনা গেজেট/এমএম/এনএম