খুলনা, বাংলাদেশ | ১০ মাঘ, ১৪৩১ | ২৪ জানুয়ারি, ২০২৫

Breaking News

  বাংলাদেশের পট পরিবর্তন অন্যদের জন্য শিক্ষণীয় : প্রধান উপদেষ্টা
  অনন্তকাল সংস্কার চলবে কিন্তু নির্বাচন হবে না, এমনটি হতে পারে না : রিজভী

শিক্ষা প্রতিষ্ঠানের জাল কাগজপত্র তৈরির অভিযোগে আটক ২

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা

সাতক্ষীরার কালিগঞ্জে জাল সনদ তৈরির অভিযোগে দোকান মালিক ও তার কর্মচারীকে আটক করেছে র‌্যাব ৬। সোমবার দুপুর আড়াইটার দিকে তাদের উপজেলার নলতা আহছানিয়া মিশন ডিগ্রী কলেজের সামনে থেকে আটক করা হয়।

আটক হওয়া ব্যক্তিরা হলেন, উপজেলার নলতা ইউনিয়নের আব্বাসের হাটখোলা এলাকার লিয়াকত সরদারের ছেলে নলতা আহছানিয়া ডিগ্রী কলেজের সামনে সামি টেলিকমের স্বত্বাধিকারী পলাশ সরদার ও তার কর্মচারি কাশিবাটি গ্রামের আবু হাসান।

স্থানীয়রা জানায়, পলাশ নলতা আহছানিয়া ডিগ্রী কলেজের সামনে দোকানঘর ভাড়া নিয়ে সামি টেলিকম নামে একটি প্রতিষ্ঠান পরিচালনা করে আসছে। তার বিরুদ্ধে সম্প্রতি, শিক্ষা প্রতিষ্ঠান, ইউনিয়ন পরিষদসহ বিভিন্ন প্রতিষ্ঠানের জাল সনদ ও প্রত্যয়নপত্র তৈরি করে মোটা অংকের টাকা উপার্জনের অভিযোগ রয়েছে। এ কাজের হোতা তার অপর এক কর্মচারি নলতা চৌমুহুনী এলাকার সাগর হোসেন। গোপন খবরের ভিত্তিতে সোমবার দুপুর দুইটার দিকে সাতক্ষীরা র‌্যাব অফিসের কয়েকজন সদস্য সেখানে অভিযান চালায়। এসময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে সাগর পালিয়ে গেলেও পলাশ ও হাসানকে আটক করা হয়। তাদের কাছ থেকে কিছু জাল সনদ উদ্ধার করে র‌্যাব।

খুলনা র‌্যাব- ৬ এর সাতক্ষীরা অফিসের কর্মকর্তা মেজর গালিব ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় র‌্যাব বাদি হয়ে কালিগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছে। তাদেরকে কালিগঞ্জ থানায় সোপর্দ করা হয়েছে।

খুলনা গেজেট/ এসজেড

 




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!