যশোরের শার্শা সীমান্ত থেকে ১০ পিস স্বর্ণের বারসহ দু’জনকে আটক করেছে বিজিবি সদস্যরা। বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে তাদেরকে সীমান্তের জামতলা এলাকা থেকে আটক করা হয়।
আটক হওয়া দু’জন হল, নড়াইল জেলা সদরের বাহির গ্রামের জাহেদ আলীর ছেলে জাফর আলী ও চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা থানার দুধপাতিল গ্রামের বিল্লাল হোসেনের ছেলে নয়ন আলী।
স্বর্ণের বার উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন, ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানভীর রহমান পিএসসি। তিনি জানান, বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে খুলনা ২১ বিজিবি নেতৃত্বে একটি টহল দল সীমান্তের জামতলা এলাকায় টহল দিচ্ছিল। এমন সময় গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন সোনার একটি চালান ভারতে পাচার হবে। এমন সংবাদের ভিত্তিতে সেখানে টহল আরও জোরদার করেন। টহল দল কিছুক্ষণ পর দেখতে পায় দু’জন ব্যক্তি ওই এলাকায় হাটতে থাকে। তাদের থামার নির্দেশ দেয় টহল দল। পরে তাদের কোমর থেকে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ১০ স্বর্ণের বার উদ্ধার করে তারা। উদ্ধার হওয়া স্বর্ণের বারের বাজার মূল্য প্রায় কোটি টাকা বলে তিনি আরও জানান।
খুলনা গেজেট/ এসজেড