যশোরের শার্শা উপজেলার নাভারনের একটি বাড়িতে ডাকাতির সময় অস্ত্রসহ তিনজনকে আটক করেছে পুলিশ। শুক্রবার ভোরে নাভারন রেলবাজারের
পাশে শাওন গাজীর বাড়িতে এ ডাকাতির ঘটনা ঘটে। আটককৃতরা হলো, শার্শার যাদবপুর গ্রামের হৃদয় হোসেন (২৮), একই গ্রামের বিল্লাল হোসেন (৩২), নাটোর জেলা সদরের বাসিন্দা সাদ্দাম হোসেন (৩০)।
শার্শা থানার ওসি বদরুল আলম বলেন, ‘নাভারন রেলবাজার রেল লাইনের পাশে শাওন গাজীর বাড়িতে ডাকাতির সময় ৩জনকে আটক করা হয়েছে। এসময় ১টি রাম দা, ১টি চাকু, ১টি খেলনা পিস্তল ও ২টি মোবাইল সেট উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে শার্শা থানার মামলা হয়েছে।’
খুলনা গেজেট/এনএম