মালয়েশিয়ায় গাড়ির ধাক্কায় যশোরের এক শ্রমিক নিহত হয়েছেন। এসময় তিনি সড়কের পাশে ঘাস কাটছিলেন। নিহত শ্রমিকের নাম আব্দুল কাদের বাবুল (৬০)। তিনি যশোরের মণিরামপুর উপজেলার রোহিতা ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক সদস্য ছিলেন। তিনি ২০১৫ সালে ইউপি সদস্য থাকা অবস্থায় মালয়েশিয়ায় পাড়ি জমান।
বুধবার মালয়েশিয়ার স্থানীয় সময় দুপুর ১টার দিকে সেরেমবান শহরে দুর্ঘটনাটি ঘটে। আব্দুল কাদের বাবুল মণিরামপুরের কোদলাপাড়া গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে। তাঁর দুই ছেলে ও দুই মেয়ে রয়েছে। এ ঘটনায় তাঁর পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।
আব্দুল কাদের বাবুলের প্রতিবেশী আব্দুস সাত্তার বলেন, আব্দুল কাদের বাবুল আমার প্রতিবেশী। তিনি এই ওয়ার্ডের ইউপি সদস্য থাকা অবস্থায় ২০১৫ সালে মালয়েশিয়ায় পাড়ি জমান। দুপুরে দেশটির সেরেমবান শহরে সড়কের পাশে তিনি ঘাস কাটার কাজ করছিলেন। এ সময় পেছন থেকে আসা একটি দ্রুতগামী গাড়ি তাঁকে ধাক্কা দেয়। ধাক্কায় বাবুল ২০ ফুট দূরে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান। তাঁর সঙ্গে ভারতের এক নাগরিক কাজ করছিলেন। তিনিও ওই দুর্ঘটনায় মারা গেছেন বলে সেখান থেকে জানতে পেরেছি।
খুলনা গেজেট/ টিএ