খুলনা, বাংলাদেশ | ১৮ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ | ১লা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

Breaking News

  ইসরাইলের বর্বর হামলায় ১০ দিনে ৩২২ শিশুর মৃত্যু
  ঈদের দিন ১০ জেলায় সড়কে ঝরলো ২১ প্রাণ

যশোরে বেয়াইনের পিটুনীতে বেয়াই নিহত

নিজস্ব প্রতিবেদক, যশোর

যশোরে বেয়াইনের মারপিটের শিকার বিয়াই সিরাজুল ইসলাম কুটি মারা গেছেন। পিটুনীতে তার চোখ গুরুতর ক্ষতিগ্রস্ত হয়েছিল।

সিরাজুলের ছেলে মো. হাসান জানান, উন্নত চিকিৎসার জন্য তার বাবাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে ২৯ মার্চ ইফতারির পর সন্ধ্যায় তিনি মারা যান।

যশোর কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাতের উদ্ধৃতি দিয়ে জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার নূর-ই আলম সিদ্দিকী মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

অভিযোগে জানা যায়, শনিবার (২৯ মার্চ) দুপুরে শহরতলীর বাহাদুরপুর জেস গার্ডেনের পেছনে বেয়ান হাসি বেগম ও তার সহযোগীরা সিরাজুলকে পিটিয়ে গুরুতর জখম করেন। এতে তার একটি চোখ গুরুতর ক্ষতিগ্রস্ত হয়। এখান ব্যাপক রক্তক্ষরণ হতে থাকে।

হাসি বেগমের মেয়ের সঙ্গে সিরাজুল ইসলামের ছেলের বিয়ে হয়েছে। অর্থাৎ, অভিযুক্ত হাসির সঙ্গে সিরাজুলের সম্পর্ক বেয়াইন-বেয়াই।

গুরুতর অবস্থায় সিরাজুল ইসলাম কুটিকে প্রথমে যশোর জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানকার চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার করেন। সিরাজুল যশোর শহরের বারান্দিপাড়া কদমতলা এলাকার মৃত রবিউল ইসলামের ছেলে।

এই ঘটনায় অভিযুক্ত হাসি বেগম পুলিশ হেফাজতে রয়েছেন।

স্থানীয়রা জানান, শনিবার দুপুরে সিরাজুল তার বেয়াইন হাসির বাড়িতে গিয়েছিলেন। এরপর হঠাৎ মারামারি ও কান্নাকাটির শব্দ পান। পরে তারা দুই তলায় উঠে দেখেন, একে অন্যকে লোহার পাইপ দিয়ে মারপিট করছেন। এর মাঝে সিরাজুলের এক চোখ ক্ষতবিক্ষত দেখতে পান তারা। হাসির শরীরের বিভিন্ন স্থানেও জখমের দাগ দেখা যায়।

পরে স্থানীয়রা তাদের নিবৃত করেন এবং সিরাজুলকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। পরে হাসি বেগম স্বেচ্ছায় পুলিশের কাছে আত্মসমর্পণ করেন।

এদিকে, হাসপাতালে ভর্তি অবস্থায় সিরাজুল ও তার স্বজনেরা দাবি করেন, পূর্বশত্রুতার জেরে হাসি, তার মেয়ে মনিকা ও ভগ্নিপতি শাবল দিয়ে সিরাজুলের শরীরের বিভিন্ন স্থানে আঘাত করেন। এছাড়া তার চোখেও গুরুতর আঘাত করা হয়।

হাসি বেগম অভিযোগ করেন, সিরাজুল দীর্ঘদিন ধরে তাকে কুপ্রস্তাব দিয়ে আসছিলেন। এতে রাজি না হওয়ায় ক্ষিপ্ত হয়ে শনিবার তার ওপর হামলা চালান সিরাজুল। তিনি আত্মরক্ষার চেষ্টাকালে সিরাজুলের চোখে আঘাত লাগে।

তবে স্থানীয় একটি সূত্র বলছে বেয়াই-বেয়াইনের মধুর সম্পর্ক ছিল এবং একসাথেই বেড়াতেন। এমনকি সিরাজুল ইসলাম প্রায়ই বেয়াইন বাড়িতে রাত্রি যাপন করতেন। ফলে ধর্ষনের চেষ্টার বিষয়টি বেশ রহস্যজনক।

কোতয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল হাসনাত বলেন, মারামারির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। সেখানে পুলিশ দেখতে পায়, সিরাজুলের চোখ রক্তাক্ত জখম হয়েছে। তাকে উন্নত চিকিৎসার জন্য ঢামেকে পাঠানো হয়। আর হাসিকে হেফাজতে নেওয়া হয়েছে। সন্ধ্যার পর ঢামেকে চিকিৎসাধীন অবস্থায় সিরাজুল মারা যান বলে তিনি জানতে পেরছেন।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!