একাদশে তিন পরিবর্তন এনে টস জিতে ব্যাটিং নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান। ব্যাটিং অর্ডারেও এসেছে পরিবর্তন। তাতে শুরুটা ভালো হলেও পরপর দুই উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ। ওপেনার মেহেদী মিরাজ ও চারে নামা নাজমুল শান্ত ফিফটি করে ওই ধাক্কা সামাল দিয়ে দলকে টানছেন।
বাংলাদেশ ৩১ ওভারে ২ উইকেট হারিয়ে ১৭৭ রানে ব্যাট করছে। ওপেনিং করতে নামা মেহেদী মিরাজ ৯৫ বল খেলে ছয়টি চার ও এক ছক্কায় ৭৬ রানে খেলছেন। তার সঙ্গী নাজমুল শান্ত করেছেন ৫৩ রান। তিনি ৬৩ বল খেলে ছয়টি চার ও একটি ছক্কা তুলেছেন। তাদের জুটি থেকে এসেছে ১১৫ রান।
এর আগে ওপেনার নাঈম শেখ ৩২ বলে ২৮ রান করে মুজিব উরের বলে বোল্ড হয়েছেন। এরপর তিনে তাওহীদ হৃদয়কে নামিয়ে দেয় টিম ম্যানেজমেন্ট। তিনি শূন্য রানে ক্যাচ দিয়ে ফিরে গেছেন।
এশিয়া কাপের আসরে টিকে থাকার লড়াইয়ে একাদশে তিন পরিবর্তন এনেছে বাংলাদেশ দল। মুস্তাফিজের জায়গায় দলে ঢুকেছেন পেসার হাসান মাহমুদ। শেখ মেহেদীর স্থলে নেওয়া হয়েছে আফিফ হোসেনকে। তানজিদ তামিমকে বাদ দিয়ে অভিষেক করানো হয়েছে শামীম পাটোয়ারীকে।
খুলনা গেজেট/ টিএ