খুলনা, বাংলাদেশ | ২৫ পৌষ, ১৪৩১ | ৯ জানুয়ারি, ২০২৫

Breaking News

  জাতীয় নির্বাচনের পাশাপাশি স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নিতে অন্তবর্তী সরকার
  কাল থেকে বিডিআর বিদ্রোহের আসামীদের বিচার হবে কেরানীগঞ্জ কারাগারে অবস্থিত অস্থায়ী আদালতে : প্রজ্ঞাপন
  উন্নত চিকিৎসার জন্য লন্ডনে খালেদা জিয়া, স্বাগত জানিয়েছেন তারেক রহমান ও জোবাইদা রহমান

লঙ্কানদের সপ্তম উইকেটের পতন ঘটালো তাসকিন

ক্রীড়া প্রতিবেদক

১৮ তম ওভারে শানাকাকে ফিরিয়েছেন তাসকিন। এতে সপ্তম উইকেটের পতন হয়েছে। তাসকিনের বাউন্সারে ব্যাটের কোনায় লেগে লিটনের তালুবন্দি হতেই ৩ রানে আউট হন শানাকা। ১৮.৩ ওভার শেষে ৭ উইকেট হারিয়ে ১১৭ রানে ব্যাট করছে শ্রীলঙ্কা। ক্রিজে অ্যাঞ্জেলো ম্যাথুস ও মাহিশ থিকসানা ব্যাট করছেন।

লঙ্কান শিবিরে রিশাদের তৃতীয় আঘাত, সাজঘরে ধনাঞ্জয়া

আগের ওভারে জোড়া শিকারে বাংলাদেশ শিবিরে স্বস্তি ফিরিয়ে আনা রিশাদ নিজের পরের ওভারে এসেই ফিরিয়েছেন ধনাঞ্জয়াকে। দুর্দান্ত লেগ ব্রেকে ধনাঞ্জয়াকে বোকা বানিয়েছেন তিনি। স্ট্যাম্পিং হয়ে ফেরার আগে ২৬ বলে ২১ রান করেন তিনি। ১৭ ওভার শেষে ৬ উইকেট হারিয়ে ১১২ রানে ব্যাট করছে শ্রীলঙ্কা। ক্রিজে অ্যাঞ্জেলো ম্যাথুস ও দাসুন শানাকা ব্যাট করছেন।

রিশাদের জোড়া আঘাতে চাপে শ্রীলঙ্কা

দুইবার রান আউট থেকে বাঁচার পর এবার রিশাদের শিকার হয়েছেন আসালাঙ্কা। সাকিবের ক্যাচ হয়ে সাজঘরে ফেরার আগে ১৯ রান করেছেন তিনি। এর পরের বলেই লঙ্কান অধিনায়ক হাসারাঙ্গাকে ফিরিয়ে হ্যাটট্রিকের সম্ভাবনা জাগিয়েছিলেন রিশাদ। যদিও তা সম্ভব হয়নি। ১৫ ওভার শেষে ৫ উইকেট হারিয়ে ১০৩ রানে ব্যাট করছে শ্রীলঙ্কা। ক্রিজে অ্যাঞ্জেলো ম্যাথুস ও ধনাঞ্জয়া ডি সিলভা ব্যাট করছেন।

আগ্রাসী নিশাঙ্কাকে থামালেন মুস্তাফিজ

পাওয়ারপ্লেতে বাংলাদেশি বোলারদের উপর একাই ছড়ি ঘুরিয়েছেন নিশাঙ্কা। তার আগ্রাসী ব্যাটে প্রথম ৬ ওভারে শ্রীলঙ্কার রান রেট ৮.৮৩। নিজের দ্বিতীয় ওভারে এই আগ্রাসী নিশাঙ্কাকে থামিয়েছেন মুস্তাফিজুর রহমান। সাজঘরে ফেরার আগে ২৮ বলে ৭টি চার ও এক ছক্কার সৌজন্যে ৪৭ রান তুলেছে নিশাঙ্কা। ৯ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ৭০ রানে ব্যাট করছে শ্রীলঙ্কা। ক্রিজে চারিথ আসালাঙ্কা ও ধনাঞ্জয়া ডি সিলভা ব্যাট করছেন।

বোলিংয়ে এসেই উইকেটের দেখা মুস্তাফিজের

আগের ওভারেই সাকিবকে চারটি চারের মারে ১৬ রান নেন নিশাঙ্কা। পরের ওভারে আসেন মুস্তাফিজ। এসেই কামিন্দু মেন্ডিসকে তানজিমের ক্যাচ বানিয়ে সাজঘরে পাঠান তিনি। এতে শ্রীলঙ্কা হারাল দ্বিতীয় উইকেট। ৬ ওভার শেষে ২ উইকেট হারিয়ে ৫৩ রানে ব্যাট করছে শ্রীলঙ্কা। ক্রিজে পাথুম নিশাঙ্কা ও ধনাঞ্জয়া ডি সিলভা ব্যাট করছেন।

কুশলকে বোল্ড করে প্রথম ব্রেকথ্রু তাসকিনের

ইনিংসের তৃতীয় ওভারে টানা দুই চারের পর কুশলকে বোল্ড করে ফেরালেন তাসকিন। তৃতীয় ওভারের তৃতীয় বলে প্রথম উইকেটের দেখা পেয়েছে বাংলাদেশ। ৩ ওভার শেষে ১ উইকেট হারিয়ে ২৫ রানে ব্যাট করছে শ্রীলঙ্কা। ক্রিজে পাথুম নিশাঙ্কা ও কামিন্দু মেন্ডিস ব্যাট করছেন।

লিটন-তাসকিনকে নিয়ে ফিল্ডিয়ে বাংলাদেশ.

বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপ মিশন শুরু হচ্ছে আজ। প্রথম ম্যাচে তাদের প্রতিপক্ষ চিরপ্রতিদ্বন্দ্বী শ্রীলঙ্কা, যারা প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাত্র ৭৭ রানে গুটিয়ে ৬ উইকেটের বড় হার দেখেছে। প্রথম ম্যাচে টসের লড়াইয়ে জিতেছেন শান্ত। টসে জিতে শ্রীলংকাকে ব্যাটিংয়ে পাঠিয়েছে বাংলাদেশ। যুক্তরাষ্ট্রের ডালাসের গ্র্যান্ড প্রেইরি ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে বাংলাদেশ সময় ভোর সাড়ে ছয়টায় ম্যাচটি শুরু হবে।

ওপেনিং জুটিতে কে থাকছেন, সেটা নিয়ে ছিল বড় প্রশ্ন। বাংলাদেশ একাদশে আজ আছেন তিন ওপেনারই। কিপার হিসেবে দায়িত্ব পালন করবেন লিটন দাস। ইনজুরির কারণে একাদশে নেই শরিফুল ইসলাম। সুস্থ হয়ে একাদশে ফিরেছেন তাসকিন আহমেদ। তার সাথে আছেন দুই পেসার মুস্তাফিজুর রহমান ও তানজিম হাসান সাকিব। স্পিন বিভাগ সামলাবেন রিশাদ হোসেন, সাকিব, মাহমুদউল্লাহরা।

এদিকে এক পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে শ্রীলঙ্কা। মিডল-অর্ডার ব্যাটসম্যান সাদিরা সামারিবিক্রমার জায়গায় তারা দলে নিয়েছে স্পিন অলরাউন্ডার ধানাঞ্জয়া ডি সিলভাকে।

বাংলাদেশ একাদশ: তানজিদ হাসান, সৌম্য সরকার, লিটন দাস, নাজমুল হোসেন (অধিনায়ক), তাওহিদ হৃদয়, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান ও তানজিম হাসান।

শ্রীলঙ্কা একাদশ: পাথুম নিশাঙ্কা, কুশল মেন্ডিস, কামিন্দু মেন্ডিস, ধনাঞ্জয়া ডি সিলভা, চারিথ আসালাঙ্কা, ওয়ানিন্দু হাসারাঙ্গা, অ্যাঞ্জেলো ম্যাথুস, দাসুন শানাকা, মাহিশ থিকসানা, নুয়ান থুশারা, মাথিশা পাথিরানা।

 

খুলনা গেজেট/এনএম




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!