রূপসা,তেরখাদা ও দিঘলিয়া উপজেলায় নিরাপদ পানি সরবরাহ ও স্যানিটেশন শীর্ষক প্রকল্পের আওতায় রূপসার ৫টি ইউনিয়নের দশটি জন গুরুত্বপূর্ণ স্থানে রবিবার (১০ এপ্রিল) বেলা ১১ টায় জুম কনফারেন্সের মাধ্যমে কমিউনিটি ল্যাট্রিন এর উদ্বোধন করেন খুলনা-৪ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম মুর্শেদী।
উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলীর বাস্তবায়নে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান কামাল উদ্দিন বাদশা, জেলা কৃষকলীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান অধ্যাপক আশরাফুজ্জামান বাবুল, জেলা আওয়ামী লীগের সদস্য অধ্যক্ষ ফ ম আ. সালাম, জাহাঙ্গির হোসেন মুকুল, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মো. রাসেল, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক আহবায়ক মোতালেব হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান ফারহানা আফরোজ মনা, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম হাবিব, চঞ্চল মিত্র, ইউপি চেয়ারম্যান এসহাক সরদার, প্রচার সম্পাদক আ. গফুর খান, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শেখ মনিরুজ্জামান, আওয়াীলীগ নেতা মো. ফরিদ শেখ, শ্রমীক নেতা হারুন মোল্লা, সাইফুল ইসলাম, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আ. রাজ্জাক শেখ প্রমূখ।
খুলনা গেজেট/কেএ