ব্যাপক উৎসাহ-উদ্দীপনা আর নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে খুলনার রূপসায় আলাইপুর ডিগ্রী কলেজে বুধবার (১৪ ফেব্রুয়ারি) হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব সরস্বতী পূজা উদযাপিত হয়েছে।
শাস্ত্রমতে, সনাতন ধর্মাবলম্বীরা প্রতি বছর মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে শ্বেতশুভ্র সরস্বতী দেবীর আরাধনা করেন। দেবীর এক হাতে বেদ, অন্য হাতে বীণা। এজন্য তাকে বীণাপানিও বলা হয়। শিক্ষার্থীরাই এই পূজায় বেশি মনোযোগী হয়। বিভিন্ন স্কুল, কলেজ, এবং ঘরে ঘরে সরস্বতী পূজা উদযাপিত হয়েছে।
রূপসার আলাইপুর ডিগ্রী কলেজে সরস্বতী পূজা উদযাপনে উপস্থিত ছিলেন, কলেজ ম্যানেজিং কমিটির সভাপতি এস এম হাবিব, অধ্যক্ষ আবু সাঈদ খান, আল মামুন সরকার, সুধাংশু গাইন, দীপক কর্মকার, দীপঙ্কর হালদার, সুজন বিশ্বাস, পরিমল অধিকারী, বিশ্বজিৎ শীল, বিধান মণ্ডল, সুরঞ্জন সানা, নিমাই চাঁদ মন্ডল, রামচন্দ্র, মনি শংকর নাগ, মিতা সরদার, চম্পা রানী পাল, সুমন বিশ্বাস, স্বপ্না মন্ডল, বিশ্বজিৎ দেবনাথ, অফিস সহকারি কানাই দাস, উজ্জ্বল দত্ত, সঙ্গীতা পাল, হায়দার খান, শান্তি লতা বিশ্বাস,শিক্ষার্থীরা সহ আরো অনেকে।পাশাপাশি বিভিন্ন ধরনের আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে পিঠাভোগ ডি জি সি মাধ্যমিক বিদ্যালয়ে সরস্বতী পূজা উদযাপিত হয়েছে।
খুলনা গেজেট/ এএজে