খুলনা, বাংলাদেশ | ১০ অগ্রহায়ণ, ১৪৩১ | ২৫ নভেম্বর, ২০২৪

Breaking News

  হাইব্রিড মডেলে চ্যাম্পিয়ন্স ট্রফি, রাজি পাকিস্তান; ভারতের ম্যাচ দুবাইয়ে : বিসিবিআই সূত্র
  গুমের দায়ে আইনশৃঙ্খলা বাহিনীর ২২ সদস্য চাকরিচ্যুত, গুম কমিশনের সুপারিশে এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে

রিজার্ভ ডেতে খেলা না হলেও ফাইনালে যাবে ভারত!

ক্রীড়া প্রতিবেদক

বৃষ্টির কারণে ভারত-পাকিস্তান ম্যাচ ভেস্তে গেলেও এশিয়া কাপের ফাইনালে খেলতে পারে ভারত। এশিয়া কাপের সুপার ফোরে রোববার মুখোমুখি হয় ভারত-পাকিস্তান। ভারত ২৪.১ ওভারে ২ উইকেটে ১৪৭ রান করার পর শুরু হয় বৃষ্টি। বৃষ্টির কারণে এরপর আর খেলা হয়নি।

ম্যাচ গড়ায় সোমবার রিজার্ভ ডেতে। সোমবারও সারা দিন বৃষ্টির আশঙ্কা রয়েছে। খেলা শুরু সময় সোয়া ১ ঘণ্টা গড়িয়ে গেলেও এখনো শুরু করা যায়নি।

সুপার ফোরে এখন পর্যন্ত পাকিস্তান ও শ্রীলংকা একটি করে ম্যাচ জিতেছে। দুই দলের পয়েন্ট ২। ভারত-পাকিস্তান ম্যাচ ভেস্তে গেলে পাকিস্তানের পয়েন্ট হবে ৩। ভারতের হবে ১।

ভারত আগামীকাল মঙ্গলবার খেলবে শ্রীলংকা আর শুক্রবার খেলবে বাংলাদেশের বিপক্ষে। সেই দুটি ম্যাচ জিতলে কোহলিদের পয়েন্ট হবে ৫।

অন্যদিকে পাকিস্তান নিজেদের শেষ ম্যাচে শ্রীলংকাকে হারালে তাদের পয়েন্ট হবে ৫। তখন ফাইনালে চলে যাবে ভারত-পাকিস্তান।

তবে ভারত যদি শ্রীলংকার কাছে হেরে যায় আর বাংলাদেশকে হারায় তাহলে তাদের পয়েন্ট হবে ৩। সেক্ষেত্রে পাকিস্তানকে শেষ ম্যাচে শ্রীলংকার কাছে হারতে হবে। তাহলে শ্রীলংকা ফাইনালে পৌঁছে যাবে।

তখন ভারত-পাকিস্তানের পয়েন্ট সমান ৩ হবে। সেক্ষেত্রে নেট রান রেটের হিসেবে এগিয়ে থাকা দল ফাইনালে চলে যাবে।

আবার ভারত যদি শ্রীলংকাকে হারিয়ে বাংলাদেশের কাছে হেরে যায় সে ক্ষেত্রেও রোহিতদের পয়েন্ট হবে ৩। বাংলাদেশের পয়েন্ট হবে ২। সেক্ষেত্রে পাকিস্তানের কাছে শ্রীলংকাকে হারতে হবে। তাহলে শ্রীলংকার পয়েন্টও হবে ২। পাকিস্তানের হবে ৫। তা হলেও ভারত-পাকিস্তান ফাইনালে উঠবে। ভারতকে সরাসরি ফাইনালে খেলতে হলে শ্রীলংকা ও বাংলাদেশকে হারাতে হবে।

খুলনা গেজেট/এমএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!