যশোর শহরের বস্তাপট্টিতে রিকশা থেকে ছিটকে পড়ে ফাতেমা খাতুন (৫৫) নিহত হয়েছেন। তিনি সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য পরিদর্শক হিসেবে কর্মরত ছিলেন।
নিহতের স্বজনরা জানিয়েছে, বৃহস্পতিবার দুপুর ৩টার দিকে ফাতেমা খাতুন বেজপাড়া থেকে রিকশাযোগে মণিহার বাসস্ট্যান্ড এলাকায় যাচ্ছিলেন। পথিমধ্যে বস্তাপট্টিতে গেলে পিছন থেকে একটি মোটরসাইকেল তার রিকশার পিছনে ধাক্কা দেয়। এতে তিনি রিকশা থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের ডাক্তার বিচিত্র মল্লিক তাকে মৃত ঘোষণা করেন। তিনি বলেন, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।
এদিকে, ফাতেমা খাতুনের মৃত্যুতে সিভিল সার্জন বিপ্লব কান্তি বিশ্বাস, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মীর আবু মাউদসহ স্বাস্থ্য বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীরা গভীর শোক প্রকাশ করেছেন।
খুলনা গেজেট/ এএজে