যশোরের শার্শায় রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে ডিহি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান খাঁর বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে।
বুধবার চন্দ্রপুর গ্রামের আনছার আলী বেপারি এ মামলাটি করেছেন। জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট অবন্তিকা রায় অভিযোগের তদন্ত করে পিবিআইকে প্রতিবেদন জমা দেয়ার আদেশ দিয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন বাদীর আইনজীবী আব্দুল অহেদ। আসামি ওবায়দুর রহমান চন্দ্রপুর গ্রামের বাসিন্দা।
মামলায় বাদী উল্লেখ করেন, অভিযুক্ত ওবায়দুর রহমান শার্শা উপজেলার ডিহি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। গত ৭ জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের দিনে নিজ বাড়িতে বসে তিনি ফেসবুকে রাষ্ট্রদ্রোহমূলক বক্তব্য দেন।
বাদী আরও দাবি করেন, আসামি তার বক্তব্যের মাধ্যমে প্রধানমন্ত্রী, নির্বাচন কমিশনার, এমপি, পুলিশকে জনগণের কাছে হেয় করে রাষ্ট্রদ্রোহিতার সামিল অপরাধ করেছেন।
বিষয়টি মামলার বাদী আনছার আলী বেপারির নজরে আসায় তিনি রাষ্ট্র বিরোধী এমন বক্তব্যে ক্ষুদ্ধ হয়ে এ মামলাটি করেছেন।
খুলনা গেজেট/ এএজে