যশোরে রান্না ঘরের মাটি খুড়ে উদ্ধার হয়েছে ১০৫ বোতল বিষাক্ত স্পিরিট (অ্যালকোহল)। সদর উপজেলার সীতারামপুর গ্রামে মঙ্গলবার (০৬ জুন) রাতে অভিযান চালিয়ে এ স্পিরিট উদ্ধার করে র্যাব সদস্যরা। এসময় বাড়ির মালিক পালিয়ে যায়।
র্যাব সূত্র জানায়, ওইদিন রাত পৌনে ১০টার দিকে র্যাব-৬ সিপিসি-৩ যশোর ক্যাম্পের এসআই সেলিম রেজা গোপন সংবাদের ভিত্তিতে সীতরামপুর গ্রামের সেলিম মিয়ার ছেলে শফিকুল ইসলাম রিপনের বাড়িতে অভিযান চালান। এসময় র্যাব সদস্যরা শফিকুল ইসলাম রিপনের রান্না ঘরের মাটি খুড়ে বস্তায় পুঁতে রাখা ১০৫ বোতল স্পিরিট (অ্যালকোহল) উদ্ধার করেন। প্রতিটি বোতলে ১শ’ মিলিলিটার করে অ্যালকোহল রয়েছে। অভিযানের খবর পেয়ে শফিকুল ইসলাম রিপন পালিয়ে যায়। তাকে র্যাব সদস্যরা আটক করতে পারেনি। এ ঘটনায় পলাতক রিপনকে আসামি করে কোতয়ালি থানায় মামলা করেছেন এসআই সেলিম
রেজা।
এ বিষয়ে র্যাব-৬ যশোরের কোম্পানি কমান্ডার লে. এম নাজিউর রহমান বলেন, সম্প্রতি যশোরে বেশ কয়েকজন বিষাক্ত স্পিরিট পান করে মারা যায়। যার অন্যতম যোগানদাতা রিপন। খবর পেয়ে ওই বাড়িতে অভিযান চালানো হয়। কিন্তু পালিয়ে যায় রিপন। এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান র্যাব কর্মকর্তা নাজিউর রহমান।
খুলনা গেজেট/কেডি