যশোর মেডিকেল কলেজ হাসপাতাল বাস্তবায়নের দাবিতে রাজপথে আন্দোলন দানা বাধতে শুরু করেছে। এ দাবিতে যশোরের বিভিন্ন সংগঠন ও সর্বস্তরের মানুষ একাত্বতা প্রকাশ করেছে। এ লক্ষ্যে বুধবার সংগ্রাম কমিটির উদ্যোগে হাসপাতাল বাস্তবায়নের দবিতে প্রেসক্লাব যশোরের সামনে অবস্থান কর্মসূচি পালিত হয়েছে।
অবস্থান কর্মসূচিতে বক্তৃতা করেন বাস্তবায়ন কমিটির আহবায়ক অ্যাডভোকেট আবুল হোসেন, সদস্য সচিব জিল্লুর রহমান ভিটু, যশোর ইনস্টিটিউটের সম্পাদক ডাক্তার আবুল কালাম আজাদ লিটু, ওয়ার্কার্স পার্টি মার্কসবাদী কেন্দ্রিয় সাধারণ সম্পাদক ইকবাল কবির জাহিদ, সম্মিলিত সাংস্কৃতিক জোটের নেতা হারুন আর রশিদ, যশোর শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাহমুদুল হাসান বুলু, আইডিইবি নেতা ইঞ্জিনিয়ার নূরুল ইসলাম, কবি কাসেদুজ্জামান সেলিম, পৌর কাউন্সিলর শেখ শাহেদ হোসেন নয়ন, রিয়াদ রহমান প্রমুখ।
এদিন দুপুর ১২টা থেকে ঘন্টাব্যাপী অবস্থান কর্মসূচিতে নেতৃবৃন্দ বলেন, যশোর মেডিকেল কলেজ প্রতিষ্ঠার একযুগ অতিবাহিত হয়ে গেলেও হাসপাতাল আজো প্রতিষ্ঠিত হয়নি। যা অত্যন্ত দু:খজনক ঘটনা। অথচ মেডিকেল কলেজ প্রতিষ্ঠার প্যাকেজেই হাসপাতাল অন্তর্ভূক্ত ছিল। এ বাজেট কেন কাটা হলো, সেটা কারো জানা নেই।
নেতৃবৃন্দ আরো বলেন, যশোরের রাজনৈতিক নেতৃবৃন্দ মেডিকেল কলেজ হাসপাতাল প্রতিষ্ঠার দাবিতে আন্তরিক হলেই দ্রæত এটি প্রতিষ্ঠা করা সম্ভব হবে। এ জন্য নেতৃবৃন্দ রাজনৈতিক নেতাদের আন্তরিক পদক্ষেপ গ্রহণের দাবি জানান।