পবিত্র মাহে রমযানে রোজাদার ধর্মপ্রাণ মুসলিমদের মধ্য যাঁরা পুষ্টিকর-নিরাপদ মুরগির ডিম ক্রয় কর খেতে পারবেন না তাঁদেরকে বিপিআইএ-এর খুলনা বিভাগীয় শাখা ও খুলনা পোল্ট্রি ফিস ফিড শিল্প মালিক সমিতির মহাসচিব এস এম সোহরাব হোসেনের সাথে ০১৭১১ ৩৬১১৯৪ নম্বর মোবাইলে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।
সংগঠনের প্রচার সম্পাদক শেখ আব্দুল হালিম স্বাক্ষরিত এক বিবৃতিতে জানান, সমিতির মহাসচিব এস এম সোহরাব হোসেন অন্ধ, প্রতিবন্ধী, দুঃস্থ ও অসহায়দের বিনামূল্যে সিদ্ধ ও কাঁচা ডিম খুলনা মহানগরসহ জেলার বিভিন্ন উপজেলা ভ্রাম্যমাণভাবে সরবরাহ করবেন।
খুলনা গেজেট/এএ