খুলনা, বাংলাদেশ | ৯ অগ্রহায়ণ, ১৪৩১ | ২৪ নভেম্বর, ২০২৪

Breaking News

  সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বাস-মোটরসাইকেলের সংঘর্ষে দুইজন নিহত
  মিরপুরে গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে বিস্ফোরণ, নারী-শিশুসহ দগ্ধ ৭
  সাবেক প্রধান বিচারপতির মৃত্যুতে আজ সুপ্রিম কোর্টের বিচারকাজ বন্ধ
  সিইসিসহ নতুন নির্বাচন কমিশনারদের শপথ আজ

রক্ষক ভক্ষকের ভূমিকায় অবতীর্ণ হলে বন্যপ্রাণি সংরক্ষণ অসম্ভব

গেজেট ডেস্ক

(০৩ মার্চ) বিশ্ব বন্যপ্রাণি দিবস উপলক্ষে ‘মানুষ ও ধরিত্রীর বন্ধন, বন্যপ্রাণি সংরক্ষণে ডিজিটাল উদ্ভাবন’ এ প্রাতিপাদ্যকে ধারণ করে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) খুলনা শাখার উদ্যোগে এক সেমিনার সোমবার (০৪ মার্চ ) সোমবার সন্ধ্যা ৭টায় সংগঠনের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

সেমিনারে বক্তারা বলেন, রক্ষক ভক্ষকের ভূমিকায় অবতীর্ণ হলে বন্যপ্রাণি সংরক্ষণ অসম্ভব। বিভিন্ন সময়ে বিশেষ করে, সুন্দরবনে বাঘ-হরিণসহ বিভিন্ন প্রাণী শিকারের লোমহর্ষক সংবাদ আমাদের সামনে আসে। সেখানে বন রক্ষায় নিয়োজিতদের সংশ্লিষ্টতারও আভাস পাওয়া যায়। যেট অত্যন্ত দুঃখজনক। বন্যপ্রাণি সংরক্ষণে প্রয়োজন প্রচলিত আইনের যথাযথ প্রয়োগ ও বাস্তবায়ন। এক্ষেত্রে সংশ্লিষ্টদের প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ করে গড়ে তুলতে হবে এবং স্বচ্ছতা ও জবাবদিহিতার আওতায় আনতে হবে। বক্তারা শীত মৌসুমে এখনও অতিথি পাখী শিকারের সমারোহে ক্ষোভ প্রকাশ করে বলেন, এ ব্যাপারে বনবিভাগ ও স্থানীয় প্রশাসন অনেকটাই নির্বিকার ও উদাসীন। এক্ষেত্রেও স্থানীয় রাজনৈতিক প্রভাবশালীদের ছত্রছায়ায় রসনাবিলাসী ও অসাধুচক্র এ গর্হিত অপরাধটি করে থাকেন। এ ব্যাপারে সচেতনতা বৃদ্ধির মাধ্যমে মানুষের জীবন-জীবিকার জন্য বন্যপ্রাণির অপরিহার্য উপযোগিতা সম্পর্কে জ্ঞান অর্জনের ব্যবস্থা করতে হবে। বক্তারা সুন্দরবন ও এর জীব-প্রাণি-বৈচিত্র্য রক্ষায় পৃথক আইন ও নীতিমালা প্রণয়ন। দেশের বরেন্দ্র ও পার্বত্য অঞ্চলের ন্যায় সুন্দরবনের জন্য পৃথক কর্তৃপক্ষ ও সুন্দরবন উপযোগী বন রক্ষাবাহিনী গঠন এবং সর্বোপরি একটি পৃথক মন্ত্রণালয় গঠন করে সামগ্রিক বিষয়টি একটি ফ্রেম ওয়ার্কের আওতায় আনার আহ্বান জানান বক্তারা।

বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা)’র জাতীয় পরিষদ সদস্য ও খুলনা শাখার সমন্বয়কারী অ্যাড. মোঃ বাবুল হাওলাদার এর সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে এ সময়ে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন শিকক্ষ নেতা বীর মুক্তিযোদ্ধা নিতাই পাল, গণসংহতি আন্দোলন খুলনা জেলা আহ্বায়ক মুনীর চৌধুরী সোহেল, মানবাধিকার সংগঠক নাগরিক নেতা এস এম দেলোয়ার হোসেন, সোনালী ব্যাংক লিঃ-এর সাবেক ডিজিএম এফ এম মনিরুজ্জামান, খোদেজা ফাউন্ডেশনের খ ম শাহীন হোসেন, সুন্দরবন-নদী সংরক্ষণ ও দক্ষিণবঙ্গ উন্নয়ন পরিষদের সাধারণ সম্পাদক নাজমুল তারেক তুষার, অ্যাড. আরেফীন কবির, হাফিজুর রহমান, মোঃ বেলাল হোসেন প্রমুখ।

খুলনা গেজেট/কেডি




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!