খুলনা, বাংলাদেশ | ২ অগ্রহায়ণ, ১৪৩১ | ১৭ নভেম্বর, ২০২৪

Breaking News

  বিচার বিভাগকে ঘুষ ও দুর্নীতিমুক্ত করার চেষ্টা হচ্ছে : ড. ইউনূস
  ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৩৮৯
  পতিত স্বৈরাচার শেখ হাসিনাকেও আমরা ভারত থেকে ফেরত চাইব : প্রধান উপদেষ্টা

য‌শোর রপ্তানী প্রক্রিয়াকরণ এলাকার অধিগ্রহণকৃত জমি ইপিজেড কর্তৃপক্ষের কাছে হস্তান্তর

অভয়নগর প্রতিনিধি

যশোর রপ্তানী প্রক্রিয়াকরণ এলাকা প্রকল্প এর অধিগ্রহণকৃত জমি প্রত্যাশী সংস্থার অনুকূলে- জমি দখল গ্রহণ ও হস্তান্তর করা হয়েছে। যশোরের অভয়নগরের বালিয়াডাঙ্গা শনিবার বেলা ১১ টায় গ্রামে যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ আবরাউল হাসান মজুমদার এর সভাপতিত্বে হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বেপজার যুগ্ম সচিব ও সদস্য (প্রকৌশল) মোহাম্মদ ফারুক আলম।

এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সুজন সরকার, অভয়নগর উপজেলা নির্বাহী অফিসার কেএম আবু নওশাদ, স্থানীয় প্রেমবাগ ইউনিয়ন চেয়ারম্যান মফিজুর রহমান, নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম মল্লিক, সাধারন সম্পাদক মোজাফ্ফার আহমেদ।

হস্তান্তরযোগ্য জমি মাগুরা মৌজায় ১.২৯০ একর, রাজাপুর মৌজায় ৯০.৬৮৫ একর, প্রেমবাগ মৌজায় ১৭৫.০৮২ একর, চেঙ্গুটিয়া মৌজায় ২৬.৭৮ একর,আরাজি বাহিরঘাটমৌজায় ৯৭.৬৯৭ একর,বালিয়াডাঙ্গা মৌজায় ১০৯.৭৭২ একর,মহাকালমৌজায় ১.৪৫০ একর,আমডাঙ্গা মৌজায় ০.১৫০ একর। মোট জমির পরিমাণ ৫০২.৯০৬ একর।যার প্রাক্কলিত মূল্য ২৬৬ কোটি ৪৪ লাখ ৩৬ হাজার, ৫’শ ৩১ টাকা ৯৮ পয়সা মাত্র।এসময় স্থানীয় জমির মালিকরা ন্যায্য মূল্য পাওয়ার জন্য জেলা প্রশসকের নিকট দাবি জানান।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!