খুলনা, বাংলাদেশ | ২৪ পৌষ, ১৪৩১ | ৮ জানুয়ারি, ২০২৫

Breaking News

  উড্ডয়ন করেছে খালেদা জিয়াকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স
  রাজধানীতে পঙ্গু হাসপাতালে আগুন
  গুম ও জুলাই গণহত্যায় জড়িত ৯৭ জনের পাসপোর্ট বাতিল
  ট্রাভেল ডকুমেন্ট নিয়ে ভারতে আছেন শেখ হাসিনা, ফরেন সার্ভিস একাডেমিতে প্রেস ব্রিফিয়ে প্রধান উপদেষ্টার প্রেস উইং

যুব হকিতে বাংলাদেশের গ্রুপে ভারত-পাকিস্তান-কোরিয়া

ক্রীড়া প্রতিবেদক

বঙ্গবন্ধু অনূর্ধ্ব-২১ জুনিয়র এশিয়া কাপ হকিতে কঠিন গ্রুপে পড়েছে বাংলাদেশ। আগামী ২১ থেকে ৩০ জানুয়ারি মওলানা ভাসানী স্টেডিয়ামে অনুষ্ঠিত এ টুর্নামেন্টে ‘এ’ গ্রুপে বাংলাদেশের সঙ্গে পড়েছে গত আসরের চ্যাম্পিয়ন ভারত, রানার্সআপ পাকিস্তান, তৃতীয় দক্ষিণ কোরিয়া। অন্য দলটি চাইনিজ তাইপে।

‘বি’ গ্রুপে খেলবে জাপান, মালয়েশিয়া, চীন, উজবেকিস্তান ও সিঙ্গাপুর। টুর্নামেন্টের ১০ দলের মধ্যে ছিল ওমান। মধ্যপ্রাচ্যের দেশটি নাম প্রত্যাহার করে নেয়ায় সিঙ্গাপুরকে অন্তর্ভূক্ত করেছে এশিয়ান হকি ফেডারেশন।

২০১৫ সালে মালয়েশিয়ার কুয়ানতানে অনুষ্ঠিত এ টুর্নামেন্টের সর্বশেষ আসরে বাংলাদেশ কোয়ার্টার ফাইনাল পর্যন্ত উঠেছিল। গ্রুপ পর্যায়ে বাংলাদেশ ৫-৪ গোলে ওমানকে এবং ২-০ গোলে কোরিয়াকে হারিয়েছিল। পাকিস্তানের কাছে হেরেছিল ৩-১ গোলে।

দুই ম্যাচ জিতে ৬ পয়েন্ট নিয়ে গ্রুপ রানার্সআপ হয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছিল বাংলাদেশ। সেমিফাইনালে ওঠার লড়াইয়ে লাল-সবুজ জার্সিধারী যুবারা জাপানের কাছে হেরে যায় ৩-০ গোলে। এর পর স্থান নির্ধারনী ম্যাচে স্বাগতিক মালয়েশিয়ার কাছে হারে ৮-০ গোলে।

বাংলাদেশের গ্রুপ প্রতিপক্ষদের মধ্যে ভারত ও পাকিস্তান তিনবার করে এ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে। দক্ষিণ কোরিয়া চ্যাম্পিয়ন হয়েছে ১ বার।

খুলনা গেজেট/এএমআর




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!