যাবজ্জীবন সাজাপাপ্ত আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব। শুক্রবার রাতে তাকে সাতক্ষীরা সদর থানাধীন বিনাপোতা তালতলা এলাকায় অভিযান পরিচালনা করে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আসামি যশোরের বাসিন্দা মো: শামিম হোসেন।
র্যাবের পাঠানো প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে জানা গেছে, শামিম দীর্ঘদিন যশোর জেলাসহ বিভিন্ন জেলায় মাদক ব্যবসা পরিচালনা করে আসছিল। ২০১২ সালের এপ্রিল মাসে আসামী মোঃ শামিম হোসেনকে বিপুল পরিমাণ ফেন্সিডিলসহ খুলনা জেলার বটিয়াঘাটা থানা পুলিশ গ্রেপ্তার করে এবং আসামীর নামে খুলনা জেলার বটিয়াঘাটা থানায় একটি মাদক মামলা রুজু করা হয়। মামলার বিচার কার্য শেষে ঘটনার সত্যতা প্রমাণিত হওয়ায় আদালত শামিমকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেন। কিন্তু আসামি আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে দেশের বিভিন্ন স্থানে পালিয়ে বেড়ায়। পরবর্তীতে র্যাব গোয়েন্দা তথ্যের মাধ্যমে উক্ত আসামীর অবস্থান নিশ্চিত করা হয়।
এরই ধারাবাহিকতায় শুক্রবার রাতে র্যাব-৬, যশোর ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে সাতক্ষীরা জেলার সদর থানাধীন বিনাপোতা তালতলা এলাকায় অভিযান পরিচালনা করে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী শামিম গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত আসামীকে যশোর জেলার কোতয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
খুলনা গেজেট/ এসজেড