যশোর জেনারেল হাসপতালের নতুন তত্ত্বাবধায়ক (সুপার) হিসাবে যোগদান করেছেন ডাক্তার আক্তারুজ্জামান। মঙ্গলবার (১ জুন) সকালে তিনি দায়িত্বভার গ্রহণ করেন। এর আগে তিনি ঢাকায় ডিজি অফিসে সহকারী পরিচালক ছিলেন।
নতুন যোগদান করা তত্ত্বাবধায়ক আকতারুজ্জামান ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার হাড়িহাটা গ্রামের সন্তান। ২৫তম বিসিএসে তিনি যশোরের কেশবপুর স্বাস্থ্য কমপ্লেক্সে মেডিকেল অফিসার হিসেবে যোগ দেন। এরপর তিনি যশোরের বাঘারপাড়ার উপজেলার পরিবার পরিকল্পনা ও স্বাস্থ্য কর্মকর্তা এবং যশোর জেনারেল হাসপাতালে দায়িত্ব পালন করেন।
নাক, কান, গলা ও মেডিসিন বিশেষজ্ঞ এ চিকিৎসক বলেন, হাসপাতালে পূর্বসুরীদের উন্নয়ন কাজের ধারাবাহিকতা রক্ষার চেষ্টা করবো। সরকারি এ হাসপাতালে সবাই যেন চিকিৎসা সুবিধা পায়, সেই দিকে বিশেষ নজর দেয়া হবে।
তিনি বলেন, সরকারি এ প্রতিষ্ঠানটি আমাদের সকলের। এখানকার ভাল কাজগুলোকে সাংবাদিকরা যেমন ইতিবাচকভাবে দেখবেন, তেমনি ত্রুটি বিচ্যুতিও আমাদের ধরিয়ে দেবেন। আমরা চাই, যশোরের এই প্রতিষ্ঠানটি যেন স্বাস্থ্যসেবায় দেশে দৃষ্টান্ত স্থাপন করতে পারে।
খুলনা গেজেট/ এস আই