খুলনা, বাংলাদেশ | ১৫ মাঘ, ১৪৩১ | ২৯ জানুয়ারি, ২০২৫

Breaking News

  রানিং স্টাফদের কর্মবিরতি প্রত্যাহার, শুরু হয়েছে ট্রেন চলাচল

যশোর ল্যাবে ৫৬ নমুনা পজেটিভ

যশোর প্রতিনিধি

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় জেনোম সেন্টার শুক্রবার তিন জেলার ৫৬ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। বৃহস্পতিবার মোট
১৪৮টি নমুনা পরীক্ষা শেষে এই ফলাফল প্রকাশ করা হয়। এদিন নেগেটিভ রেজাল্ট দিয়েছে ৯২টি নমুনা।

বিশ্ববিদ্যালয়ের এনএফটি বিভাগের চেয়ারম্যান ও পরীক্ষণ দলের সদস্য ড.শিরিন নিগার জানান, এদিন তাদের ল্যাবে যশোরের ৫১টি নমুনা পরীক্ষা
করা হয়। এর মধ্যে ১৬টি পজেটিভ হয়। এছাড়া মাগুরার ৫২টি নমুনা পরীক্ষা করে ২২টি এবং সাতক্ষীরার ৪৫টি নমুনা পরীক্ষা করে ১৮টি পজেটিভ হিসেবে শনাক্ত হয়।পরীক্ষা সংক্রান্ত সব তথ্য সংশ্লিষ্ট তিন জেলার সিভিল সার্জন অফিসে পাঠানো হয়েছে। এরপর স্থানীয় প্রশাসন সংশ্লিষ্ট ব্যক্তিদের বাড়ি
লকডাউনসহ পরবর্তী পদক্ষেপ নেবে। যশোরে এদিন পজেটিভ হওয়া নমুনাগুলোর মধ্যে কতটি নতুন আর কতটি ফলোআপ তা জানাতে পারেনি স্বাস্থ্য বিভাগ। তবে আক্রান্তদের মধ্যে বাঘারপাড়ার চারজন, কেশবপুরের ছয়, অভয়নগরের দুই এবং শার্শার তিনজন রয়েছেন বলে সূত্রে জানা গেছে।

স্বাস্থ্য বিভাগের হিসেব অনুযায়ী বৃহস্পতিবার বিকেল পাঁচটা পর্যন্ত যশোর জেলায় করোনাভাইরাসে আক্রান্ত বলে শনাক্ত ছিলেন মোট এক হাজার ২১০ জন এদের মধ্যে মারা গেছেন ১৭ জন। সুস্থ হয়ে উঠেছেন ৬২৮ জন।

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!