খুলনা, বাংলাদেশ | ২৬ পৌষ, ১৪৩১ | ১০ জানুয়ারি, ২০২৫

Breaking News

  নতুন বাংলাদেশ নির্মাণে সবাইকে কাজ করার আহবান ফখরুলের
  কুমিল্লায় ট্রাকচাপায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

যশোর বোর্ডে এসএসসিতে ৩টি স্কুলের সবাই ফেল, শো’কজের সিদ্ধান্ত

নিজস্ব প্রতিবেদক, যশোর

চলতি বছরে এসএসসি পরীক্ষায় যশোর শিক্ষাবোর্ডের অধিনে ৩টি স্কুলের সব পরীক্ষার্থী ফেল করেছে। এসব শিক্ষা প্রতিষ্ঠানকে কারণ দর্শানোর নোটিশ দেয়া হবে বলে জানিয়েছেন যশোর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ড. বিশ্বাস শাহিন আহম্মদ। তবে এ বছর ১৯৩টি স্কুলের শতভাগ পরীক্ষার্থী পাস করেছে। শুক্রবার (২৮ জুলাই) বেলা ১১ টায় প্রেসক্লাব যশোরে এক ব্রিফিং তিনি এ তথ্য জানান।

ড. বিশ্বাস শাহিন আহম্মদ বলেন, যশোর বোর্ডের অধিনে খুলনা বিভাগে ২ হাজার ৫৫৩টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এবারের এসএসসিতে অংশ নেয়। তারা ১০টি জেলার ২৯২টি কেন্দ্রে পরীক্ষায় অবতীর্ণ হয়। মোট পরীক্ষার্থী ছিলো ১ লাখ ৫৫ হাজার ৭৫৯ জন। যাদের মধ্যে পাস করেছে ১ লাখ ৩৪ হাজার ২১৩ জন। পাসের হার ৮৬.১৭। এ বছর ১৯৩টি প্রতিষ্ঠানের সব শিক্ষার্থী পাস করেছে। অর্থাৎ শতভাগ পাশ করেছে। আর শতভাগ ফেল করেছে ৩টি শিক্ষা প্রতিষ্ঠানের পরীক্ষার্থী।

স্কুল তিনটি হলো, সাতক্ষীরার তালা উপজেলার উদয়ন মাধ্যমিক বিদ্যালয়, নড়াইল সদর উপজেলার মুলাদী তালতলা মাধ্যমিক বিদ্যালয় ও যশোরের শার্শা উপজেলার সাড়াতলা নি¤œ মাধ্যমিক বিদ্যালয়।

পরীক্ষা নিয়ন্ত্রক জানান, উদয়ন মাধ্যমিক বিদ্যালয় থেকে ৪ জন, মুলাদী তালতলা মাধ্যমিক বিদ্যালয় থেকে ৩ জন ও সাড়াতলা নিম্ন মাধ্যমিক বিদ্যালয় থেকে ৮ জন পরীক্ষার্থী এবারের এসএসসিতে অংশ নিয়েছিলো। ফলাফলে ৩টি প্রতিষ্ঠানের ১৫ পরীক্ষার্থীর সবাই ফেল করেছে। এসব শিক্ষা প্রতিষ্ঠানকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হবে। তাদের জবাবের উপর নির্ভর করে পরবর্তী শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে বলে শিক্ষাবোর্ড কর্তৃপক্ষ জানিয়েছে।

খুলনা গেজেট/এসজেড




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!