খুলনা, বাংলাদেশ | ২৬ পৌষ, ১৪৩১ | ১০ জানুয়ারি, ২০২৫

Breaking News

  বছরের প্রথম দশ দিনে হাসপাতালে ৫২৮ ডেঙ্গু রোগী, মৃত্যু ৩

যশোর পৌরসভার নির্বাচন বুধবার, কেন্দ্রগুলোতে পৌঁছেছে ইভিএমসহ সরঞ্জাম

যশোর প্রতিনিধি

যশোর পৌরসভার নির্বাচন উপলক্ষে কেন্দ্রগুলোতে পৌঁছে গেছে ইলেক্ট্রনিক ভোটিং মেশিনসহ (ইভিএম) নির্বাচনী সরঞ্জাম। মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় যশোর পৌর কমিউনিটি সেন্টার থেকে এসব সরঞ্জাম হস্তান্তর করে জেলা নির্বাচন অফিস।প্রিজাইডিং অফিসারসহ কর্মকর্তারা ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা নির্বাচনী সরঞ্জাম বুঝে নিয়ে স্ব স্ব কেন্দ্রে চলে যান।

জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার হুমায়ুন কবীর জানান, বুধবার যশোর পৌরসভার ৫৫টি কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এ লক্ষ্যে ৪৭৯টি ইভিএমসহ অন্যান্য নির্বাচনী সামগ্রী কেন্দ্রের প্রিজাইডিং অফিসারদের কাছে বুঝিয়ে দেয়া হয়েছে। এছাড়া যান্ত্রিক ত্রুটির বিষয়টি বিবেচনায় রেখে প্রতিটি কেন্দ্রের জন্য অতিরিক্ত আরো ৫০ শতাংশ ইভিএম সরবরাহ করা হয়েছে।

তিনি আরো জানান, এ নির্বাচনে এক হাজার ৪৫০ জন নির্বাচনী কর্মকর্তা দায়িত্ব পালন করবেন। এছাড়া নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে আইন শৃঙ্খলা বাহিনীর এক হাজার ২০০ সদস্য কাজ করবেন।

যশোর পৌরসভার নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ, বিএনপি ও ইসলামী আন্দোলন বাংলাদেশের তিন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেন। তবে বিএনপির প্রার্থী মারুফুল ইসলাম ইতিমধ্যে ঘোষণা দিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন। এছাড়া সাধারণ কাউন্সিলর পদে ৪৭ জন এবং সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১৩ জন নির্বাচনে প্রতিদ্ব›িদ্বতা করছেন। এ পৌরসভার এক লাখ ৪৬ হাজার ৫৯২ জন ভোটার এই প্রথমবারের মতো ইভিএমে ভোট দিচ্ছেন। আধুনিক এ পদ্ধতিতে ভোট প্রদানের মাধ্যমে তারা এবার তাদের পছন্দের জনপ্রতিনিধি নির্বাচন করবেন।

খুলনা গেজেট/ টি আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!